Sun. Oct 1st, 2023

বিগত সাত বছরেও শুরু হলনা তপন ব্লকে দমকল কেন্দ্র তৈরির কাজ।

1 min read

আজকেরবার্তা, তপন, ১৬ মার্চ: বিগত সাত বছরেও শুরু হলনা তপন ব্লকে দমকল কেন্দ্র তৈরির কাজ। জমি চিহ্নিতকরণ, মাপজোক সহ যাবতীয় কাজ সমাপ্ত হওয়ার পরেও কোনো এক অজানা কারণে বিশবাঁও জলে সম্পূর্ণ প্রক্রিয়া। ক্ষোভ এলাকায়।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষরা প্রবন ব্লক তপন। এই ব্লকে গভীর নলকূপ ছাড়া খাবার জল তোলা যায়না। বেশীর ভাগ সময় বিকল থাকে ব্লকের অধিকাংশ টিউবওয়েল।
ব্যবহারের জন্য পুকুর বা জলাশয় ভরসা। তাও গ্রীস্মের দাবদাহে শুকিয়ে পরে।
জলের আকাল থাকায় ওই ব্লকে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে রক্ষা নেই। দূরবর্তী বালুরঘাট বা গঙ্গারামপুরের স্টেশন থেকে দমকল পৌঁছাবার আগেই সব শেষ। ভয়াবহ অগ্নিকান্ডের দিকে নজর রেখে ২০১৬ সালে তপন ব্লকে দমকল তৈরির উদ্যোগ নেওয়া হয় ব্লক প্রশাসনের তরফে। তপন সদর এলাকার স্কুল মোড়ের পাঁশে হাটের জমিটি নেওয়া হয়েছে দমকল কেন্দ্র তৈরির জন্য। সেখানকার প্রায় ১ একর ৪২ শতক জমির উপর ইউনিট তৈরি করতে মাপজোক করা হয়েছিল। সমাপ্ত করা হয় অনান্য কাজগুলি। কিন্তু দীর্ঘ সাত বছরে সেই কাজ শুরু হয়নি তপন ব্লকে।
সুত্রের খবর বরাবর ক্ষরা প্রবন এলাকা বলে পরিচিত তপন ব্লক। এখানকার জলসঙ্কটের কথা সকলের জানা। প্রতিবছর মার্চ থেকে মে পর্যন্ত চরম ক্ষরার মরশুমে এই ব্লকের কোথাও না কোথাও আগুন লাগার ঘটনা ঘটে। প্রতিবার বালুরঘাট ও গঙ্গারামপুর দমকল বিভাগের উপর ভরসা করে থাকতে হয় এলাকার মানুষকে। দুরবর্তী এই দুই এলাকা থেকে দমকলবাহিনী পৌঁছানোর আগেই সব পুড়ে ছারখার হয়ে যায়। সেই কারনে এলাকায় দমকল ষ্টেশন চালুর দাবি ছিল এলাকার মানুষের।
তপন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস বলেন, তপন ব্লকে দমকল কেন্দ্র তৈরি সম্পর্কে একটি যায়গা দেখা হয়েছে তবে দমকল বিভাগ কোন গ্রীন সিগনাল দেয় নি,উনাদের বক্তব্য ওই যায়গা দিয়ে দমকলের গাড়ি বেড়তে সমস্যা আছে।
তপন ব্লকের বিজেপি সম্পাদক সম্পাদক গৌতম রায় জানান,তপন কলেজ এর পার্শ্বে দমকল অফিসের জন্য একটি যায়গা দেখা হয়েছিল কিন্তু তপন পঞ্চায়েত এর নানান তাল বাহানা করে কোন উদ্যোগ নিচ্ছে না। তাল বাহানা দেখিয়ে দায় সেড়ে যাচ্ছে বলে জানান বিজেপি তপন ব্লক সম্পাদক গৌতম রায়।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.