Sun. Oct 1st, 2023

গ্রীষ্ম কাল পড়তে না পড়তেই আবারো দেখা দিতে শুরু করেছে তপন ব্লকে জলকষ্ট

1 min read

 

আজকেরবার্তা, তপন, ১৬ মার্চ: গ্রীষ্ম কাল পড়তে না পড়তেই আবারো দেখা দিতে শুরু করেছে জলকষ্ট। বর্ষার অপেক্ষায় পানীয় জলের সঙ্কট দেখা দিতে শুরু করেছে তপন ব্লকে। বিস্তীর্ণ তপন ব্লক এলাকায় প্রিতিবছর দেখা দেয় জলকষ্ট। খড়া প্রবন তপন ব্লক এলাকায়। সারা বছর ব্যাপী জল কষ্ট লেগেই থাকে তপন এলাকায়। তাই গরম পড়তে না পড়তেই আবারো জল কষ্টে তপন বাসি।

বিশুদ্ধ পানিয় জলের জন্য রীতিমতো হয়রানীর শিকার হতে হয় তপন ব্লকের এলাকাবাসীদের। গভীর নলকূপ ছাড়া ভূগর্ভের জল ওঠেনা সমগ্র তপন ব্লকে। শুকিয়ে যায় পুকুর। প্রতিনিয়ত পানীয় জলের কষ্টে দিনযাপন করছে এলাকাবাসীরা।

দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সবথেকে খরা প্রবণ এলাকা হল তপন ব্লক। বর্ষাকাল বাদে প্রায় সব সময় জলকষ্ট তীব্র আকার ধারণ করে। এই সমস্যা তপন ব্লকের বিস্তীর্ণ এলাকার। যার ফলে ব্যাপক সমস্যায় তপনবাসী। অন্য কিছু নয় পানীয় জলের সমস্যার সমাধান চান তপনের আপামর জনসাধারণ। এদিকে দীর্ঘদিন ধরেই জল সমস্যা থাকলেও সে ভাবে রাজনৈতিক দল থেকে প্রশাসন জল সংকট দূর করতে অগ্রণী ভুমিকা গ্রহণ করেনি৷ যদিও বা প্রায় ২০১৬ সালে রাজ্য সরকারের উদ্যোগে তপন ব্লকে জল সংকট দূর করতে বড় জলের প্রজেক্টের কাজ শুরু হয়। এই প্রজেক্টের মধ্যে তপন ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্য মাত্রা স্থির করে প্রশাসন। যদিও এই কাজ শুরুর সাত বছর পরও এখনও বিশবাঁও জলে সেই জল প্রকল্প। এদিকে পঞ্চায়েত সমিতি ও পিএইচই-র মাধ্যমে তপনের ভারিলার বেশ কিছু এলাকায় মার্ক-টু-টিউবওয়েল ও জলের ট্যাপ ও ট্যাঙ্কি দেওয়া হয়েছে। তবে সেগুলি থেকেও পর্যাপ্ত পরিমানে পাওয়া যায়না পানীয় জল। তাই বেশীর ভাগ ক্ষেত্রেই পুকুরের জল ব্যবহার করেন গ্রামের মহিলারা। পিএইচ’র জল না আসলে পানীয় জল আনতে কয়েক কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় গ্রামবাসীদের। যদিও আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে তপনবাসী জল পাবেন বলে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঁয়া জানিয়েছেন। এখন দেখার আরও কত বছর লাগে তপনবাসীর জলকষ্ট মিটতে।

গ্রামবাসীদের অভিযোগ, খরা মরসুমে টিউবওয়েল দিয়ে জল ওঠে না। জল আনতে বহুদূর যেতে হয়। জলের অভাবে বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করতে হয়।
গ্রাম সংসদের সদস্য তৃণমূলের শিল্পী ওঁরাও জানান, জলের সমস্যা রয়েছে। পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কি দেওয়া হয়েছে।পাইপ লাইনের কাজ দ্রুত শেষ হলে সমস্যার সমাধান হবে।
তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু জানান, তপনের ভারিলা এলাকা খরা প্রবণ। পানীয় জলের সমস্যা সমাধানে সচেষ্ট হয়েছি। তবে, শাসক দল তৎপর না হওয়ায়, দ্রুত কাজ হচ্ছে না।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া জানিয়েছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই তপনবাসী জল পাবেন।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.