দীর্ঘ বছর বাদে আত্রেয়ী নদীতে বড় মাপের বোয়াল মাছ উদ্ধার
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৬ মার্চ: দীর্ঘ বছর বাদে আত্রেয়ী নদীতে বড় মাপের বোয়াল মাছ উদ্ধার। আশার আলো দেখছেন মৎসজীবীরা। দক্ষিণ দিনাজপুরের লাইফ লাইন হিসাবে পরিচিত থাকলেও কালের প্রবাহে বর্তমানে মৃতপ্রায় আত্রেয়ী নদী। বাংলাদেশ থেকে উৎপত্তি আত্রেয়ী দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় বাংলাদেশে মিশেছে। কথিত আছে অতীতে এই নদী দিয়ে বজরা নিয়ে দেবী চৌধুরানী দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় আসতেন। বেশ কয়েক বছর আগেও এই নদীতে রাইখোর, বোয়াল সহ বিভিন্ন সুস্বাদু মাছ উঠত। কিন্তু বাংলাদেশে নদীর উপর রবার ড্রাম তৈরির পর থেকেই ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে ওঠে আত্রেয়ী।
পূর্বে বহু মৎসজীবী তাদের পেশা ছাড়তে বাধ্য হয়েছেন। তবে দীর্ঘ দিন পর দশ কিলো ওজনের বোয়াল মাছ উঠে আসায় আবাক অনেকেই। বালুরঘাটের বাসিন্দা সঞ্জিত মজুমদার আত্রাই নদীর চকভৃগু ব্রীজ এলাকায় এই মাছটি ধরেন। মাছ দেখতে প্রচুর মানুষের ভিড় জমে। আত্রাই নদীর সুস্বাদু বোয়াল মাছ ওঠায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন সাধারণ মানুষ।