দক্ষিণ দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৫ ডিসেম্বরঃ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ। এদিন প্রাণী সম্পদ বিকাশ ২০২২ সপ্তাহ উজ্জাপনের উদ্বোধনী অনুষ্ঠান হয় বালুরঘাট ব্লকের নদীপার চকভৃগু প্রগতি সংঘ ময়দানে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাপতি লিপিকা রায় সহ প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিকগণ। আজ থেকে আগামী ১৯ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে বলে জানান জানান প্রাণী সম্পদ বিভাগের ডেপুটি ডিরেক্টর ডক্টর অভিজিৎ মণ্ডল।
তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রাণী ও পশু পালনের নানা রকম প্রশিক্ষণ দেওয়া হবে এবং মেলার দিন গুলিতে বেশ কিছু সেমিনারের মাধ্যমে জেলার কৃষক সমেত খামার প্রকল্পের সমস্ত কাজে সুবিধা হবে। এছাড়াও এদিন হাঁস মুরগীর ছানা তুলে দেওয়া হয় বেনিফিসিয়ারির হাতে।