মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কাটাতে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে একদিনের সেমিনার
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৫নভেম্বরঃ বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় এর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো একদিনের সেমিনার। এদিনের এই সেমিনারের মূল বিষয় ছিল উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রামের মেয়েদের সুবিধা-অসুবিধা । এবং এছাড়াও একাধিক বিষয়ে এই সেমিনারে আলোচনা করা হয়েছে । যে সমস্ত বিষয়েই মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সুবিধা ও অসুবিধা মিলিয়েই আলোচনা হয় এদিনের এই সেমিনারে। এদিনের এই সেমিনারে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ইউনিভার্সিটি গবেষক প্রফেসর এবং ছাত্র-ছাত্রীরা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় এর পরিচালন কমিটির সভাপতি দেবপ্রিয় সমাজদার ও কলেজ অধ্যক্ষ ডক্টর বিমান চক্রবর্তী একদিনের এই সেমিনারে গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক ও প্রফেসরার পেপার প্রেজেন্ট করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক বেজিন কৃষ্ণা। তিনি জানান এই ধরনের সেমিনার মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি? তার সঠিক চিত্র তুলে আনবে বলে আশা প্রকাশ করেন এবং এর মাধ্যমে প্রশাসন ও তাদের পরবর্তী পদক্ষেপগুলি সঠিকভাবে নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন । একদিনের এই সেমিনারে অংশগ্রহণ করেছেন অন্ততপক্ষে ১৫ জন রিসার্চ স্কলার এবং অধ্যাপক অধ্যাপিকা এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ছাত্র-ছাত্রীরা।