বিরসা মুন্ডার ১৪৭ তম জন্ম দিবস উদযাপনে আদিবাসী নৃত্য, অংশগ্রহণ করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা তিজ্ঞা
1 min readআজকেরবার্তা, গঙ্গারামপুর, ১৫ নভেম্বরঃ বিরসা মুন্ডার ১৪৭ তম জন্ম দিবস উদযাপনে আদিবাসী নৃত্য, অংশগ্রহণ করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা তিজ্ঞা।
স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৪৭ তম জন্ম দিবস উদযাপন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর দেবীকোট ভবনে। অপর দিকে সদর শহর এ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওজেলা প্রশাসনের দ্বারা পালন করা হয় এই দিনটি। এদিনের এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের মানুষের নৃত্যের সঙ্গে পায়ে পা মিলিয়ে নৃত্য করেন তৃণমূল নেতা নেত্রীরা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা তিজ্ঞা সহ বেশ কয়েকজন তৃণমূল নেত্রী আদিবাসী নৃত্যে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে আনন্দ সহকারী এই দিনটি পালন করেন সকলেই।