স্বাধীনতার ৭৫ তম বর্ষে দক্ষিণ দিনাজপুর জেলা আইএন টিটিএউসির পক্ষ থেকে বালুরঘাটে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৫ আগস্টঃ স্বাধীনতার ৭৫ তম বর্ষে দক্ষিণ দিনাজপুর জেলা আইএন টিটিএউসির পক্ষ থেকে বালুরঘাটে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। জেলাজুড়ে চলা তীব্র রক্ত সংকট দূর করতে এবারে উদ্যোগী হয়েছে উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বালুরঘাট শাখার আইএনটিটিইউসি- কর্মীরা।
রক্তদান জীবন দান। বালুরঘাট হাসপাতালের রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তৃণমূল শ্রমিক সংগঠন। সোমবার বালুরঘাট স্টেট গ্যারেজে একটি অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান করে এনবিএসটিসি আইএনটিটিইউসি-র কর্মীরা। এদিন বালুরঘাট এনবিএসটিসি গ্যারেজে তৃনমূল শ্রমিক সংগঠনের ঘরের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এরপরে সংগঠনের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহ রায়, জেলা তৃনমূল কংগ্রেস কো-অর্ডিনেটার সুভাষ চাকি, আই এন টিটিইউসির রাকেল শীল সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও আই এন টিটিইউসির কর্মীরা।