Sun. Oct 1st, 2023

প্রার্থী পদ একটি, রাজনৈতিক দলও একটি কিন্তু মনোনয়ন জমা দিলো দুই জন। ঘটনায় প্রকাশ্যে আসলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল।

1 min read

আজকেরবার্তা দক্ষিন দিনাজপুর ১৫ জুন: প্রার্থী পদ একটি, রাজনৈতিক দলও একটি কিন্তু মনোনয়ন জমা দিলো দুই জন। ঘটনায় প্রকাশ্যে আসলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুমারগঞ্জ জেলা পরিষদ ৯ আসন থেকে বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ ও কুমারগঞ্জ বিধায়কের ছেলে দুই জনেই তৃনমুল কংগ্রেসের দলীয় চিহ্ন নিয়ে মনোনয়ন জমা করেন। বৃহস্পতিবার দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সদর মহকুমা শাসকদের দফতরের এসে মনোনয়ন জমা করেন এই দুই জন।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর তালিকায় নপাম নেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বিগত বোর্ডের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়ার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় মফিজ উদ্দিন মিয়ার নাম না থাকায় ক্ষোভ দেখা দিয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় ওই আসনে এবার নাম রয়েছে কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল এর ছেলে রিয়াজুল মন্ডলের।

কিন্তু বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিনমিঞা ও রিয়াজুল মন্ডল দুই জনেই একই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেয়। ফলে জেলা পরিষদের একই আসনে তৃণমূল কংগ্রেসের দুজনেই নমিনেশন জমা দিলেন।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দক্ষিন দিনাজপুর জেলার জেলা পরিষদের একটি আসনে একই রাজনৈতিক দল থেকে দুইজন মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে রাজনৈতিক চাপান্তর সৃষ্টি হয়েছে দক্ষিন দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ৯ আসনে মফিজ উদ্দিন মিয়া এবং রিয়াজুল মন্ডল দুজনেই বৃহস্পতিবার বালুরঘাটে সদর মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন সেন্টারে নমিনেশন জমা দেন। দুপক্ষেই দাবি করেছে তারা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট।

যদিও খবর প্রকাশ হওয়া পর্যন্ত দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকারের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে নাম নেই জেলা পরিষদের বিগত বোর্ডের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়ার। সেই আসনে নাম রয়েছে কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল এর ছেলে রিয়াজুল মন্ডলের।

বিগত বোর্ডের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিঞা জানান, তিনি পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর তালিকার বিষয়ে তিনি কিছু জানেন না। দক্ষিন দিনাজপুর জেলা পরিষদ ৯ আসন থেকে তিনি তৃণমূলের হয়ে নমিনেশন জমা দেন বলে দাবি করেন।

অপরদিকে কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল জানান, দলীয় প্রার্থী হিসাবে রিয়াজুল মন্ডলের নাম রয়েছে। কিন্তু এক আসনে দুইজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। দলীয় টিকিট যে পাবে, সেই দলের প্রার্থী। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ৯ আসন থেকে নিজের ছেলের জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.