পছন্দ হয়নি প্রার্থীর আসন। তাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বেঁকে বসলেন প্রার্থী।
1 min readআজকেরবার্তা বালুরঘাট, ১৫ জুন: পছন্দ হয়নি প্রার্থীর আসন। তাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বেঁকে বসলেন প্রার্থী। অবশেষে সংরক্ষিত আসনে কোনরকমে প্রার্থী মনোনয়ন জমা দিলো শাসক দল।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থীর আসন পছন্দ না হওয়ায় মনোনয়ন জমা দিলেন না দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সহকারী সভাধিপতি। নির্বাচনের আসন পছন্দ না হওয়ায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী দাঁড়াবেন না বলে জানিয়ে দিলেন ললিতা টিজ্ঞা।
এদিকে প্রার্থী পদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ললিতা টিজ্ঞা বেঁকে বসায় বিপাকে পড়ে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শেষ মুহূর্তে এই বিশেষ সংরক্ষিত আসন থেকে কাকে প্রার্থী করা যায় তা নিয়ে এদিন সকাল থেকে বিপাকে পড়ে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বিদায় সহকারী সভাধিপতি ললিতা টিজ্ঞার বালুরঘাট জেলা পরিষদ ১১ আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। এদিকে নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী বালুরঘাট জেলা পরিষদ ১১র আসন টি সংরক্ষিত। মহিলা এসটি সংরক্ষিত এই আসনের প্রার্থী মনোনয়ন জমা দিতে মানা করে। এমত অবস্থায় প্রার্থী খুঁজতে গিয়ে নাজেহাল হতে হয় দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কতৃপক্ষকে।
অবশেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা এর স্ত্রী কল্পনা মুর্মু বালুরঘাট জেলা পরিষদ ১১র মহিলা এসটি সংরক্ষিত আসনে প্রার্থী পদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন জমা দেয় কল্পনা মুর্মু। ভবিষ্যতে বালুরঘাট জেলা পরিষদ ১১র মহিলা এসটি সংরক্ষিত আসনে প্রার্থীর টিকিট দেওয়া হবে বলে জানায় জেলা তৃণমূল নেতৃত্ব।
যদিও এদিন ললিতা টিগ্গা বালুরঘাটে নেই বলে জানান, তিনি ফোনে বলেন, আমার সাথে বেইমানি করা হয়েছে। আমাকে যে আসন দেওয়া হবে বলা হয়েছিল তা দেওয়া হয়নি। উল্লেখ্য, গতবার ললিতা টিজ্ঞা গঙ্গারামপুর আসন থেকে দাঁড়ান, এবার তাকে বালুরঘাটের আসন দেওয়া হয়েছে। তিনি বিগত ২০১৩ সাল থেকে জেলা পরিষদের সভাধিপতি এবং পরবর্তীতে সহকারী সভাধিপতি পদে ছিলেন। তবে তালিকায় নাম থাকা সত্ত্বেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তিনি দলেই রয়েছেন বলে জানান।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান নিখিল সিংহ রায় জানান, বিষয়টি সম্পূর্ণ দলীয় ব্যাপার। এখনো নমিনেশন প্রক্রিয়া শেষ হয়নি। কোনো আসনই ফাঁকা থাকবে না, সব আসনেই প্রার্থী দেওয়া হচ্ছে। ওই আসনেও প্রার্থী দেওয়া হবে। তবে ওই আসনে কোন প্রার্থী দেওয়া হচ্ছে তা তিনি বলতে চাননি। যদিও তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই আসনে তড়িঘড়ি তৃণমূল নেতা সন্তোষ হাঁসদার স্ত্রী কল্পনা মুর্মুকে টিকিট দেওয়া হচ্ছে।