নমিনেশন কে কেন্দ্র করে লাল শিবিরে দেখা দিল ফাটল। পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ও আরএসপির প্রার্থী পদান নিয়ে ভাঙ্গলো বাম ঐক্য।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৫ জুন: নমিনেশন কে কেন্দ্র করে লাল শিবিরে দেখা দিল ফাটল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রকাশ্যে আসলো বাম সংগঠনগুলির ঐক্য ভাঙ্গার ঘটনা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ও আরএসপির প্রার্থী পদান নিয়ে ভাঙ্গলো বাম ঐক্য। ঘটনায় রাজনৈতিক মহলে উঠছে একাধিক বিতর্ক।
প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার আগে বাম ঐক্য নির্ধারিত করেছিল হিলি জেলা পরিষদ আসনের প্রার্থী পদ নিয়ে। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরুর পূর্বের আলাপ আলোচনায় বাম শিবিরে কথা ছিল হিলির জেলা পরিষদ ১৪ আসনে সি পি এম প্রার্থী মনোনয়ন জমা দেবে। পাশাপাশি হিলি জেলা পরিষদ ১৩ আসনে আর এস পি প্রার্থী মনোনয়ন জমা দেবে।
পূর্বের নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এতদিন পর্যন্ত মনোনয়ন জমা দিয়ে আসছিল বাম ঐক্য। কিন্তু গতকাল আশ্চর্য্যজনক ভাবে জেলা সি পি এম নেতৃত্বর নজরে আসে আর এস পি পুর্বের সিদ্ধান্ত খেলাপ করে হিলির জেলা পরিষদ ১৪ ও ১৩ দুটি আসনেই প্রার্থীপদে মনোনয়ন পত্র জমা দিয়ে দিয়েছে বলে অভিযোগ।
পূর্বের নির্ধারিত সিদ্ধান্তর খেলাপ হওয়ায় বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এসে সি পি এম নেতৃত্ব বাম ঐক্য থেকে সরে আসে। অতপ্রায় হিলির জেলা পরিষদ ১৩ আসনে সিপিএমের প্রার্থী মনোনয়ন জমা দেয়।
বাম ঐক্যের পূর্ব নির্ধারিত মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ভেঙ্গে যাওয়াকে ঘিরে একাধিক রাজনৈতিক চাপান্তর দেখা যাচ্ছে দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে। বাম ঐক্যর ফাটল নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হচ্ছে একাধিক জল্পনা। যদিও জেলা সি পি এম নেতৃত্ব একে ফাটল মানতে নারাজ।
তাদের দাবি পুর্বের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। পরবর্তীতে বিষয়টি বাম ঐক্যর মিটিংএ বসে আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া হবে। তখন দুই আসনেই নিজ নিজ দলের প্রার্থীরা তাদের মনোনয়ন উঠিয়ে নেবে বলে জেলা সি পি এম নেতা শিবতোষ চ্যাটার্জী দাবি করেন।
যদিও জেলায় বাম ঐক্য বজায় রাখক নিয়ে আর এস পি ও সি পি এম আগ বাড়িয়ে যতই দাবি করুক না কেন। তলে তলে দুই দল একে অপরকে শত্রু হিসেবেই দেখে থাকে বলে অভিযোগ। সেটা যেমন বামফ্রন্টের ক্ষমতার আমলেও ছিল। ক্ষমতার পালা শেষ হলেও তা যে আজ ও বজায় রয়েছে তা এবার একবার স্পষ্ট হয়ে গেল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের এক দলের প্রার্থীর মনোনয়ন দেওয়া ও পাল্টা আরেক দলে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার থেকেই।
এখন দেখার মনোনয়ন পত্র তোলার সময় ঐক্য মজবুত থাকে না ফাটল বজায় থেকে লাল শিবিরের।