বালুরঘাট-হিলি রেল সম্প্রসারণ এর কাজ অতি দ্রুত শেষ করার দাবি তে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ জমিদাতা দের।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৫জুনঃ বালুরঘাট-হিলি রেল সম্প্রসারণ এর কাজ অতি দ্রুত শেষ করার দাবি তে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ জমিদাতা দের। এদিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভের পাশাপাশি জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী কে স্বারকলিপি জমা দেওয়া হয় জমিদাতা দের পক্ষ থেকে।
প্রায় ১২বছর আগে বালুরঘাট-হিলি রেল লাইন সম্প্রসারণের জন্য রেল দপ্তরের পক্ষ থেকে কৃষি জমি চিহ্নিত করে। খুটি পুতে তা অধিগ্রহণ করা হলেও জমির টাকা পায়নি কৃষকরা। ফলে জমিদাতারা তাদের প্রয়োজনে রেলের অধিকৃত জমি প্রয়োজনে না পারছে বিক্রি করতে, না পাচ্ছে রেল দপ্তরের পক্ষ থেকে অর্থ। সম্পুর্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জমি দাতারা।
যাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত রেল দপ্তরের থেকে তাদের ন্যায্য টাকা অতি দ্রুত ফিরে পান তার জন্যই এদিন হিলি ব্লকের জমিদাতা দের দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনতে।