ভারত জাকাত মাঝি পারগানা এবং আদিবাসী সেঙ্গেল অভিযান এর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এদিন ধরনা কর্মসূচি পালিত হয় দক্ষিণ দিনাজপুর জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরের সামনে
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৫জুনঃ
আদিবাসী সমাজে সংবিধান ও আইন লাগু করা এবং বংশপরম্পরায় রাজতন্ত্র নয় আদিবাসী সমাজে জনতন্ত্র লাগু করার দাবিতে আদিবাসীদের ধরনা প্রদর্শন বালুরঘাটে। হাজারখানেক আদিবাসীদের এদিনের ধর্ণা কর্মসূচির ফলে জেলাশাসকের দপ্তরের সামনের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে কয়েকহাজার আদিবাসী মহিলা পুরুষ মিছিল করে জেলা শাসকের দপ্তরে সামনে ধর্ণা সমাবেশ করে।
ভারত জাকাত মাঝি পারগানা এবং আদিবাসী সেঙ্গেল অভিযান এর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এদিন ধরনা কর্মসূচি পালিত হয় দক্ষিণ দিনাজপুর জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরের সামনে। পাশাপাশি আকুই দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক ও পুলিশ সুপারের অফিস এ স্মারকলিপি জমা দেন।