রাজ্যে দ্য কেরালা স্টোরি চলচিত্র প্রদর্শিত করার দাবীতে বালুরঘাটে বিক্ষোভ বিজেপির।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৫ মে: রাজ্য জুড়ে চর্চায় পশ্চিম বঙ্গ সরকার দ্বারা প্রেক্ষাগৃহে নিষিদ্ধ করা চলচিত্র দ্য কেরালা স্টোরি। রাজ্য সরকার দ্বারা প্রেক্ষাগৃহে চলচিত্র নিষিদ্ধ করা কে কেন্দ্র করে একাধিক আন্দোলন দেখা দিয়েছে রাজ্য জুড়ে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা রাজ্যর পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতেও বিক্ষোভ দেখায় বিজেপি।
দ্য কেরালা স্টোরি প্রেক্ষাগৃহে নিষিদ্ধ করার পর থেকে দেখা দিয়েছে একাধিক আন্দোলন। বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিরোধী দল বিজেপিও। সম্প্রতি দ্য কেরালা স্টোরি চলচ্চিত্রটি রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে প্রদর্শন নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। একাধিক জনসামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। দ্য কেরালা স্টোরি চলচ্চিত্র টি রাজ্যের প্রেক্ষাগৃহে প্রদর্শনের দাবিতে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।
সোমবার বিজেপির পক্ষ থেকে বালুরঘাট শহরের জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা। দ্য কেরালা স্টোরি প্রেক্ষাগৃহে প্রদর্শিত করার জন্য এদিনের এই আন্দোলন বলে জানানো হয় বিজেপির পক্ষ থেকে। রাজ্য সরকারের দ্য কেরালা স্টোরি প্রেক্ষাগৃহে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ই মে মুক্তি পায় পরিচালক সুদিপ্ত সেনের নির্দেশিত চলচিত্র দি কেরালা স্টোরি। হিন্দি ভাষায় সারা ভারতবর্ষে মুক্তি পায় এই চলচিত্র। যেখানে কেরালা রাজ্যের বিভিন্ন প্রান্তের মেয়েদের গল্প তুলে ধরা হয়েছে। চলচিত্র মুক্তি পাওয়ার পর পশ্চিম বঙ্গ সরকারের পক্ষ থেকে দ্য কেরালা স্টোরি চলচিত্রটি কে প্রেক্ষাগৃহে নিষিদ্ধ করা হয়। পশ্চিম বঙ্গ সরকারের পক্ষ থেকে দ্য কেরালা স্টোরি প্রেক্ষাগৃহে নিষিদ্ধ করার প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয় একাধিক আন্দোলন।
দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির দাবি, রাজ্য সরকার কোন ভবেই কোন চলচিত্রকে প্রেক্ষাগৃহে নিষিদ্ধ করতে পারেনা৷ সত্যি সকলের সামনে তুলে ধরার জন্য নির্মিত চলচ্চিত্র সকলের দেখার অধিকার রয়েছে। সেখানে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারেনা বলে অভিযোগ বিজেপির। তাদের দাবি অবিলম্বে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে দ্য কেরালা স্টোরি চলচিত্র প্রদর্শিত করতে হবে।