গ্রীষ্মকালীন ছুটিতে সামার প্রজেক্টের অঙ্গ হিসাবে মহাবিদ্যালয় পরিদর্শন করলো বালুরঘাট শহরের একটি সরকারি স্কুলের ছাত্রীদের।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৫ মে: গ্রীষ্মকালীন ছুটিতে সামার প্রজেক্টের অঙ্গ হিসাবে মহাবিদ্যালয় পরিদর্শন করলো বালুরঘাট শহরের একটি সরকারি স্কুলের ছাত্রীদের। বালুরঘাট শহরের খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সোমবার বালুরঘাট মহাবিদ্যালয় পরিদর্শন করে।
প্রথাগত শিক্ষার বাইরে সামাজিক শিক্ষাপ্রদানের লক্ষের এই উদ্যোগ গ্রহণ করে বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় কতৃপক্ষ। বিদ্যালয়ের শিক্ষারত নবম শ্রেণির ছাত্রীদের উচ্চশিক্ষার দিকে আকর্ষিত করতে বালুরঘাট মহাবিদ্যালয় পরিদর্শন করানো হয়। বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করে মহাবিদ্যালয়ে পড়াশোনা করার সপ্ন ছাত্রীদের মনে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ।
অতিরিক্ত দাবহাদের কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সরকারি বিদ্যালয় গুলিতে গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা হয়েছে। সেই মোতাবেক সরকারি স্কুলগুলিতে চলছে গ্রীষ্মের ছুটি। কিন্তু ছুটির মাঝে পড়াশোনা বজায় রাখতে সামার প্রজেক্ট দেওয়া হয় ছাত্র ছাত্রী দের। তবে শুধু পাঠ্যক্রমের শিক্ষা নয় সামাজিক শিক্ষা প্রদান করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যালয় কতৃপক্ষ।
এদিন বালুরঘাটের খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীদের কলেজের সমস্ত বিভাগে ঘুরে দেখানো হয়েছে। প্রায় ১৫০ জন ছাত্রীকে চারটি বিভাগে ভাগ করে কলেজের পড়াশুনা সহ যাবতীয় বিষয় দেখানো হয়েছে । উচ্চশিক্ষার দিকে আকর্ষিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যালয় কতৃপক্ষ।
এবিষয়ে খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ইতি হালদার জানান, সামার ভ্যাকেশনের জন্য স্কুলের ছাত্রছাত্রীদের সামার প্রজেক্ট করানো কথা বলছে রাজ্য শিক্ষা দপ্তর। তারই একটি অঙ্গ হিসেবে নবম শ্রেনীর ছাত্রীদের বালুরঘাট কলেজে নিয়ে আসা হয়েছে। কলেজের শিক্ষকরা তাদের এই কাজে সহযোগীতা করছেন।
কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু জানিয়েছেন, বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় কতৃপক্ষর এই উদ্যোগের মাধ্যমে প্রথাগত শিক্ষার বাইরে ছাত্রীরা অনেক কিছু শিখতে পারছে । কলেজ সম্পর্কে আগাম ধারনাও হবে ছাত্রীদের । যা ভবিষ্যতে তাদের অনুপ্রাণিত করবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে।