দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে বালুরঘাটে দক্ষিন দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন বামফ্রন্ট ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৫ মে: দীর্ঘ লড়াইয়ে পর দক্ষিন দিনাজপুর জেলা জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হলেও বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নিয়ে দূরস্বপ্ন ছাত্র যুব দের। দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে বালুরঘাটে দক্ষিন দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন বামফ্রন্ট ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে।
দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত কোন উপাচার্য না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন থেকে পরিকাঠামো সমস্ত কিছু। দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয় ক্রমাগত অচল অবস্থায় পরিনত হচ্ছে। অবিলম্বে জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়ের হাল ফেরাতে সোমবার বাম সংগঠন পিএসইউ এবং আরওয়াইএফ’এর পক্ষ থেকে বালুরঘাটে দক্ষিন দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো সচল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেয়।
প্রসঙ্গত, দক্ষিন দিনাজপুর জেলায় কোন বিশ্ববিদ্যালয় ছিলনা প্রথম থেকেই। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তরগত মহাবিদ্যালয় দ্বারা পঠন পাঠন হয়ে আসছিল জেলায়। দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে ২০১৮ সালে বালুরঘাট শহরে স্থাপন হয় দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়। তৎকালীন সময়ে একজন উপাচার্য ও কিছু অধ্যাপক নিয়ে একটি অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছিল জেলার প্রথম বিশ্ববিদ্যালয়। সময়ের সাথে সাথে দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের জন্য জমি ঠিক ও তার গার্ড ওয়ালের কাজ শুরু হয়। কিছু হঠাৎ উপাচার্যের বদলির পর ক্রমাগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক সকলকেই।
উপাচার্যের অভাবে ধুঁকছে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো থেকে শুরু করে পঠন পাঠন বলে অভিযোগ তোলে বাম ছাত্র যুব সংগঠনগুলি। সোমবার পিএসইউ এবং আরওয়াইএফ’এর পক্ষ থেকে বালুরঘাট শহরে একটি মিছিল করে এসে দক্ষিন দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবি তোলে বাম ছাত্র যুব সংগঠন। প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর দক্ষিন দিনাজপুর জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে পিএসইউ এবং আরওয়াইএফ।
সংগঠনের দাবি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় পাঠরত ছাত্রছাত্রীদের রেজাল্ট বের করতে হবে, দ্রুত বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়া, স্থায়ী পদে অধ্যাপক নিয়োগ সহ যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে দ্রুততার সাথে।
আর ওয়াই এফ এর জেলা সম্পাদক সুপ্রিয় রায় জানিয়েছেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। বর্তমানে উপাচার্য পদে কেউ না থাকায়, অচলাবস্থা তৈরি হয়েছে, সমস্যায় ছাত্র ছাত্রী থেকে কর্মীরা।