দিনাজপুর কৃষ্টি আয়োজিত আনন্দ জীবন নাট্য উৎসবকে কেন্দ্র করে উৎসাহ দেখা দিচ্ছে বালুরঘাট তথা সমগ্র জেলা জুড়ে।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৪ ডিসেম্বরঃ রাত পেরলেই নাট্য উৎসবে মাততে ছলেছে দক্ষিণ দিনাজপুর জেলাবাসি। দিনাজপুর কৃষ্টি আয়োজিত আনন্দজীবন নাট্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বালুরঘাটের নাট্যতীর্থ সভাগৃহে।
বরাবরই নাটকের শহর বলে পরিচিত বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা। তাই শীত পড়তেই নাট্য উৎসবে মেতে উঠেছে বালুরঘাট। দিনাজপুর কৃষ্টি আয়োজিত আনন্দজীবন নাট্য উৎসব শুরু হতে চলেছে ১৫ ডিসেম্বর থেকে চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।
৩ দিন ব্যাপী এই নাট্য উৎসবে থাকছে সারা পশ্চিমবঙ্গের ৬টি নাটক। কোলকাতা, গাজোল, কোচবিহার, যাদপুর ও মেদিনীপুরের বিভিন্ন নাট্য দলের নাটক থাকছে এই নাট্য উৎসবে। মহাবিদ্যা, আলাউদ্দিন ও পদ্মাবতী, দেওয়ানজির কিসসা, অলীক নগরীর ইতিকথা, অয়দিপাউস REX ও সেই স্বপ্ন পূর্ণ নাটক গুলি থাকছে এই নাট্য উৎসবে।
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী সহযোগিতায় দিনাজপুর কৃষ্টি আয়োজিত আনন্দ জীবন নাট্য উৎসবকে কেন্দ্র করে উৎসাহ দেখা দিচ্ছে বালুরঘাট তথা সমগ্র জেলা জুড়ে। নাট্য প্রেমী মানুষদের কাছে এই আনন্দ জীবন নাট্য উৎসব একটি বিশেষ জায়গা রাখছে বলে মনে করছে জেলার নাট্য ব্যক্তিত্বরা।