Thu. Sep 21st, 2023

বালুরঘাট বিডিও ও বালুরঘাট থানার আই সির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শনী বিজেপির স

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১৪ ডিসেম্বরঃ
কর্তব্যরত অবস্থায় বালুরঘাটের ভিডিওকে মারধরের অভিযোগে অভিযুক্ত সুভাষ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার জেরে পাল্টা আন্দোলনে নেমেছে বিজেপি। বিজেপির অভিযোগ তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে মৃত ব্যক্তিকে জীবিত দেখানো হয়েছে । এছাড়া বালুরঘাট বিডিও ও বালুরঘাট থানার আইসি নিজেদের ক্ষমতার বলে বিজেপির পঞ্চায়েত সদস্যদের অশালীন ভাষার প্রয়োগ করবার পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ বিজেপির। বিডিওর অপসারণ সহ বালুরঘাট থানার আইসি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার দাবিতে বুধবার বালুরঘাটে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্বরা। এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল বের করে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে অবস্থান বিক্ষোভ শুরু করে। এই দিনের অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বালুরঘাট টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে দলীয় কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে। বিজেপির পক্ষ থেকে জানা যায় তাদের দাবি যতক্ষণ না বালুঘাটের বিডিওকে অপসারণ হচ্ছে এবং আইসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবেই।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.