অফিসে ঢুকে বিডিওর মাথায় চেয়ার ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলো আদালত।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৪ ডিসেম্বরঃ অফিসে ঢুকে বিডিওর মাথায় চেয়ার ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত বিজেপির বালুরঘাট মন্ডল সভাপতি সুভাষ সরকার কে গ্রেফতার করলো বালুরঘাট থানার পুলিশ। গত সোমবার ডাঙ্গা পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে বিজেপির ডাকা অনাস্থা মূলতবি করে দেওয়ার ক্ষোভে বিডিও অনুজ সিকদারকে ঘরে ঢুকে আঘাত করেন বলে অভিযোগ। ঘটনায় জখম বিডিও মাথা ও হাতে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত বিজেপি নেতা আত্মগোপন করেন। আজ সকালে তাঁকে বিজেপির জেলা কার্যালয়ের নিকটে জলযোগ মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি আধিকারিককে কর্তব্যে বাধা, খুনের চেষ্ঠা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ।
এই ঘটনায় বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা বাতিল করায় ক্ষোভ থেকে এ ধরনের অপ্রিতকর ঘটনা ঘটেছে। ঘটনাটি দল সমর্থন না করলেও, তাকে আইনি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান সুভাষ সরকার কে পুলিশ গ্রেপ্তার করেনি, সে নিজে আত্মসমর্পণ করেছে।
বালুরঘাট বিডিও কে মারধরের ঘটনায় ধৃত বিজেপি নেতা সুভাষ সরকার কে আদালতে পেস করে পুলিশ৷ বালুরঘাট আদালত থেকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বালুরঘাট আদালতের মুখ্য বিচারবিভাগীয় বিচারক।