নির্বাচিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৪ আগষ্ট: পঞ্চায়েত নির্বাচন শেষে এবার নির্বাচিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি। সোমবার দিনাজপুর জেলা পরিষদে একটি অনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে সভাধিপতি ও সহ-সভাপতি প্রতি নির্বাচিত করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পদে রয়েছেন চিন্তামণি বিহা ও সহ-সভাধিপতি পদে রয়েছেন অম্বরিশ সরকার।
দক্ষিণ দিনাজপুর জেলার মোট ২১ টি জেলা পরিষদ আসন রয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী ২১ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২১টি আসনেই জয় লাভ করে। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে জয়ী ২১ জন জেলা পরিষদ প্রার্থী সহ মন্ত্রী ও বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠক থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পদে চিন্তামণি বিহাকে নির্বাচিত করা হয়। ও সহ-সভাপতি প্রতি পদে অম্বরিশ সরকারকে নির্বাচিত করা হয়।
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ আসন থেকে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের জেলা পরিষদের ১৫নং আসনে জয়ী হন চিন্তামণি বিহা। পাশাপাশি সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার জেলার কুশমন্ডি জেলা পরিষদের ৩নং আসন থেকে এবার জয়ী হন। চিন্তামণি বিহা এই নিয়ে তিনবার জেলা পরিষদ আসনে জয় লাভ করেন বলে জানা গিয়েছে।
সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচনের পর এদিন জেলা পরিষদ প্রাঙ্গণে মঞ্চ করে তাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা, প্রাক্তন সংসদ অর্পিতা ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক বর্গ, প্রাক্তন জেলা পরিষদের সদস্যর, বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ্য, গঙ্গারামপুর পৌরসভার পৌরাধক্ষ্য, সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানান এদিন নির্বাচনের মাধ্যমে সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচিত হন। তিনি আশা করেন নতুন বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে জেলার উন্নয়নে কাজ করবে।