দক্ষিণ দিনাজপুরের একটি জার ভর্তি সাপের বিষ উদ্ধার। আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা৷
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৪ জুলাই :- ভারত বাংলা সীমান্তে একটি কাঁচের জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের উত্তর আগ্রা বিওপি এলাকার বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সাপের বিষ উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা৷ উদ্ধার হওয়া কাঁচের জারের গায়ে মেড ইন ফ্রান্স লিখা ছিল। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ জওয়ানরা।
গোপন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে বিপি নং- ২৮৮/৪২-এস এলাকায় বন্য ঘাসের মধ্যে উত্তর আগ্রার বিএসএফ জওয়ানরা অভিযান চালায়। দীর্ঘ কয়েক ঘন্টা অনুসন্ধানের সময়, দলটি বন্য ঘাস থেকে তরল আকারে একটি সন্দেহভাজন সাপের বিষের জার উদ্ধার করে। জারটি বাংলাদেশ পত্রিকা দিয়ে মোড়ানো ছিল। জারের উপরের দিকটি মেড ইন ফ্রান্স কোড- 6097 হিসাবে চিহ্নিত এবং 01টি নমুনা ট্যাগ সোনার চেনের মাধ্যমে বয়ামের সাথে সংযুক্ত। পাচারকারী ব্যতীত দাবিহীন জারটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিএসএফ।
এদিকে গতকাল রাতেই উদ্ধার হওয়া সাপের বিষ এদিন সকালে বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দেয় বিএসএফের ৬১ ব্যাটেলিয়নের জওয়ানরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বনদপ্তরের কর্মীরা। উদ্ধার হওয়া সাপের বিষ ভর্তি জারে তরল বিষ রয়েছে। এর আগেও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিকবার সাপের বিষ ভর্তি জার উদ্ধার করেছে বিএসএফ। ফের একবার জেলায় সাপের বিষ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
বালুরঘাট বনদপ্তরের রেঞ্জার সুকান্ত ওঝা জানান, উত্তর আগ্রা বিওপি-র বিএসএফ এই কাঁচের জারটি জমা দিয়ে গেছে। অনুমান করা হচ্ছে এটা সাপের বিষ হতে পারে। তবে এটা সত্যি সাপের বিষ কিনা সে বিষয়ে পরীক্ষা করতে বাইরে পাঠানো হবে।