শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি শান্তিপূর্ণ মনোনয়ন জমা দিচ্ছে জেলা জুড়ে
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৪ জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে বোমা, গুলি, মারপিট। না কোন কিছুরই দেখা মেলিনি এখনো পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায়। শান্তিপূর্ণ ভবে মনোনয়ন পত্র জমা দিয়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি ব্লকের বিডিও অফিস গুলিতে মনোনয়নপত্র জমা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। পুলিশি উপস্থিতিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে জেলা জুড়ে।
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বিডিও অফিসগুলিতে। রাজ্যের বহু জেলাতে বোমা, গুলি, মারপিটের চিত্র নজরে আসলেও সমস্ত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রয়েছে শান্তিপূর্ণ ভবে মনোনয়ন জমা দেওয়ার চিত্র।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে শাসক দল তো বটেই এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলির পর্যন্ত কোনো অভিযোগ নেই। শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে জেলা জুড়ে বলে জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৮টি ব্লকের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়ন জমা হচ্ছে ব্লক বিডিও অফিসে এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের জন্য বালুরঘাট মহকুমা শাসকের দপ্তর এবং বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা কাজ চলছে।
চলতি মাসের ৯ তারিখ থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে। দক্ষিন দিনাজপুর জেলাতেও ৯ তারিখ থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি মনোনয়ন জমা দেওয়া শুরু করেছে। তবে এতদিন শাসক দলের কোন মনোনয়ন জমা পড়েনি দক্ষিন দিনাজপুর জেলায়।
বুধবার শাসক দলের পক্ষ থেকে বালুরঘাট বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যেখানে এখনো পর্যন্ত বিজেপি এবং বাম এর পক্ষ থেকে তৃণমূলের তুলনায় বেশি নমিনেশন জমা পড়েছে। তবে আজ থেকে শুরু হয়েছে শাসক দলের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। এখন দেখার বিষয় এই যে কোন কোন আসনে কোন কোন প্রার্থীদেয় শাসক দল।
দক্ষিণ দিনাজপুরের জেলায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে জেলায় শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির মতামত সমান। তাদের বক্তব্য, মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে কোন রুপ বাঁধার সম্মুখীন হতে হয়নি তাদের। দক্ষিন দিনাজপুর জেলার সমস্ত মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্র গুলিতে মনোনয়নপত্র জমা দেয়ার কাজ চলছে শান্তিপূর্ণভাবে।