৩০ টাকার লটারি কেটে রাতারাতি এক কোটি টাকার মালিক এক যুবক
1 min readআজকেরবার্তা, হরিরামপুর, ১৪ জুন: ৩০ টাকার লটারির টিকিট কেটে ১,০০,০০,০০০ টাকার মালিক হরিরামপুরের এক যুবক। ঘটনার আনন্দিত যুবক পুলিশের দারস্থ হয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারে হঠাৎ একসঙ্গে এত টাকার প্রাপ্ত হওয়ার জীবনের ঝুঁকি বেড়েছে। তাই লটারির টিকিট নিয়ে হরিরামপুর থানায় পৌঁছায় ওই যুবক।
৩০ টাকার লটারি কেটে রাতারাতি এক কোটি টাকার মালিক হরিরামপুর ব্লকের বাগিচাপূর গ্রাম পঞ্চায়েতের বছর ২৫শের যুবক সঞ্জয় হরিজন। স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করেন তিনি। সঞ্জয় হরিজনের বাড়িতে রয়েছে বাবা,মা ও দুই ভাই দুই বোন। মধ্যবিত্ত পরিবারের হঠাৎ করে এযেন এক স্বপ্ন পূরনের গল্প।
হঠাৎ লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে যাওয়ায় আনন্দে পরিবার থেকে পরিজন সকলেই। কিন্তু অন্যের কাপড়ের দোকানে কাজ করে হঠাৎ লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে যাওয়ায় প্রান সংসয় দেখা দিয়েছে লটারি কেটে এক কোটি টাকা প্রাপ্ত সঞ্জয় রহিজনের। ঘটনায় এক কোটি টাকা প্রাপ্ত লটারির টিকিট নিয়ে যুবক সোজা হরিরামপুর থানায় উপস্থিত হয়।
স্থানীয় সুত্রে খবর, গত ৯ই জুন হরিরামপুর বাজার থেকে ৩০ টাকার বিনিময়ে লটারি কেটেছিল সঞ্জয় হরিজন। যে টিকিট এক কোটি টাকার পুরষ্কার ছিল। ভাগ্যবসে সঞ্জয় হরিজন নামন এই যুবক যে লটারির টিকিট কাটে, সেই টিকিটে এক কোটি টাকার পুরষ্কার পায় সে।
কিন্তু হঠাৎ লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে যাওয়ার কথা প্রকাশ না করে ভয়ে আত্মগোপন করে ওই যুবক। অবশেষে নিজের ভয় কাটিয়ে এদিন হরিরামপুর থানায় গিয়ে লটারির টিকিট সমেত উপস্থিত হয় ওই যুবক। এবার ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী সরকারি ট্যাক্স প্রদানের পর লটারি পাওয়ার অর্থ পৌঁছে যাবে হরিরামপুর ব্লকের সঞ্জয় হরিজনের কাছে।
একেই বোধায় বলে রাতারাতি কোটিপতি।