Wed. Sep 27th, 2023

স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে বালুরঘাট থানা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বালুরঘাট থানায় পালিত হলো আন্তর্জাতিক রক্তদাতা দিবস।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট ১৪ জুন: বিশ্ব রক্তদাতা দিবস পালন করলো দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে বালুরঘাট থানা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বালুরঘাট থানায় পালিত হলো আন্তর্জাতিক রক্তদাতা দিবস।

বালুরঘাট থানা চত্বরে বুধবার সকালে রক্তদান শিবিরের আয়োজন করা দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন৷ বালুরঘাট শহরের বিভিন্ন দুর্গাপূজা কমেটির সহযোগিতায় এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দক্ষিন দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের সহযোগিতার এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বালুরঘাট হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ডাক্তার এ কর্মীদের সহযোগীতায় এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

গ্রীষ্মের দাবদাহে দক্ষিণ দিনাজপুর জেলার দুটি ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে তীব্র রক্ত সঙ্কট। রক্তের চাহিদা বৃদ্ধি পেয়েছে হাসপাতালগুলিতে কিন্তু ব্লাড ব্যাঙ্কে নেই পর্যাপ্ত রক্ত। জেলায় বালুরঘাট সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রয়েছে। দুটি ব্লাড ব্যাঙ্কেই গরম পড়া থেকে রক্তের চাহিদা বৃদ্ধি পেয়েছে। মনুষ্য রোগীর প্রাণ বাচাতে সর্বদা রক্তের চাহিদা লেগেই রয়েছে। এক দিকে তীব্র দাবদাহে অপর দিকে রক্তের সঙ্কট সব মিলিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও রোগীর পরিজনদের।

এমত অবস্থায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বালুরঘাট থানা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ কতৃপক্ষ। বুধবার বালুরঘাট থানা চত্বরে একটি অনুষ্ঠানে মধ্যে দিয়ে এই রক্তদান শিবির উদ্ধবোধন করেন দক্ষিন দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা, দক্ষিন দিনাজপুর জেলা আরক্ষাধীক্ষক রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য আধিকারিকেরা।

তীব্র দাবদাহের কারণে তীব্র রক্ত সঙ্কটে থাকা জেলার ব্লাড ব্যাঙ্কেগুলিতে কিছুটা হলেও রক্তের চাহিদা সম্পূর্ণ করতে প্রায় ২০০ উনিটের বেশি রক্ত দাতা এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন। উভয় পুরুষ ও মহিলারা এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করেন। বালুরঘাট শহরের বিভিন্ন দুর্গাপূজা কমেটির সদস্যরা এদিন দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করে।

তীব্র দাবদাহের জেরে যখন জেলা জুড়ে প্রায় বন্ধ বিভিন্ন এলাকার স্বেচ্ছায় রক্তদান। জেলার ব্লাড ব্যাঙ্কেগুলিতে ইতিমধ্যেই দেখা দিয়েছে তীব্র রক্ত সঙ্কট। রক্তের চাহিদা বৃদ্ধি পেয়েছে হাসপাতালগুলিতে। এমত অবস্থায় একদিকে যেখানে রক্তের চাহিদায় হাসপাতাল চত্বরে উঠে আসে রক্তের কালোবাজারির ছবি। ঠিক তখনই দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে জেলার ব্লাড ব্যাঙ্কে ২০০ উনিটের বেশি রক্ত প্রাদান করে। বালুরঘাট থানা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে জেলাবাসি।

 

 

 

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.