জাহেরথান, মাঝিথান ও বোল্লা রক্ষা কালি মাতা মন্দিরে পূজা দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করলে দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৪ এপ্রিল: দন্ডি কাণ্ডের জেরে জেলা তৃণমূলের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে সে জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আদিবাসী মুখ স্নেহলতা হেমব্রমকে।
দায়িত্ব পাওয়ার পর শুক্রবার বালুরঘাট ব্লকের চকরামে আদিবাসী সম্প্রদায়ের ভগবান জাহেরথান ও মাঝিথানে মমতা ব্যানার্জির মঙ্গল কামনায় পুজো দিলেন জেলা মহিলা নেত্রী। এই পুজোর মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করলে দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম।এছাড়াও পুজো উপস্থিত ছিলেন আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা। এরপর বোল্লা রক্ষাকালী মন্দিরে পূজা দেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী।
এছাড়াও চকরাম এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে জনসংযোগ করেন স্নেহলতা হেমব্রম। আদিবাসী সম্প্রদায় মানুষরা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তার খোঁজ খবর নেন তিনি। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তৃণমূলের সঙ্গে রয়েছে বলেই দাবি করেছেন স্নেহলতা হেমব্রম।