দন্ডী কান্ডের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় এসটি কমিশনে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৪ এপ্রিল: দন্ডী কান্ডের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় এসটি কমিশনে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
বালুরঘাটের দণ্ডীকাণ্ডের ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবারো চিঠি দিলেন কেন্দ্রীয় এসটি কমিশনে।পাশাপাশি এদিন টুইটও করেন সুকান্ত মজুমদার।
এসটি কমিশনের কাছে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, দন্ডী কান্ডের ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের তপনের তিন আদিবাসী মহিলাকে বালুরঘাটে তৃণমূলের যোগদান করানোর সময় দন্ডী কাটানো হয়। দন্ডি কাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই গতকাল পুলিশ দুইজনকে গ্রেফতার করে বালুরঘাট আদালতে তোলে। বিচারক তাদের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ তারিখে ফের আদালতে তোলা হবে।
প্রসঙ্গত
এই ঘটনায় বিজেপির অভিযোগ, মূল অভিযুক্তকে আড়াল করতে দুইজন সাধারণ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান, যোগদানের দিন যে ফুটেজ দেখা গিয়েছে তাতে তৃণমূলের জেলা মহিলা নেত্রীর বক্তব্য দেখা গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করলেও জেলা সভানেত্রীকে গ্রেফতার করেনি। পাশাপাশি তিনি জানান, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে আবারো কেন্দ্রীয় এসটি কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন। বিজেপি ওই নেত্রীর গ্রেপ্তারের দাবি জানায়।