রাতের অন্ধকারে বিচ্ছিন্ন করা হলো ভগবান শিবের মূর্তি থেকে মাথা। কে করল এমন কুরুচিপূর্ণ কাজ? এই নিয়ে উঠছে নানান প্রশ্ন।
1 min readআজকেরবার্তা, তপন, ১৪ এপ্রিল: আবারও এক কুরুচিপূর্ণ ঘটনা সাক্ষী হয়ে থাকলে তপন ব্লক। রাতের অন্ধকারে বিচ্ছিন্ন করা হলো ভগবান শিবের মূর্তি থেকে মাথা। কে করল এমন কুরুচিপূর্ণ কাজ? এই নিয়ে উঠছে স্থানীয়দের মধ্যে নানান প্রশ্ন। সাম্প্রদায়িক না রাজনৈতিক কোন ভেদাভেদের জেরে ঘটলো এমন বিচ্ছিন্ন ঘটনা? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতা।
রাতের অন্ধকারে ভগবান শিবের মূর্তি থেকে মাথা বিচ্ছিন্ন করার ঘটনায় বিক্ষোভ ও পথ অবরোধ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লস্করহাট এলাকায়। ভগবানের মূর্তির মাথা গায়েবের ঘটনায় তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। কে বা কাহারা এই নক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে তা নিয়ে দ্বন্দ্বে সকলে।
রাতের অন্ধকারে ভগবানের মূর্তির মাথা উধাও হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে তপন ব্লকের লস্কর হাট এলাকায়। মন্দির থেকে ভগবানের মাথা উধাও হওয়ায় রীতিমতো ভীতির শিকার গ্রামবাসীরা। হিন্দু ধর্মের দেবতার মাথা উধাও হওয়ায় উত্তপ্ত এলাকাবাসীরা। সাম্প্রদায়িক না রাজনৈতিক কোন ভেদাভেদির কারণে উধাও হল দেবতার মাথা এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দেবতার মূর্তির মাথা উধাও হওয়ায় ঘটনায় তপন বালুরঘাট রাজ্য সরকার অনুরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চালায় গ্রামবাসীরা। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানায় তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ।পুলিশে আসতেছে অবশেষে উঠে যায় পথ অবরোধ। তবে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি না দিলে গ্রামবাসীরা আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।