Sun. Oct 1st, 2023

বালুরঘাটে দন্ডি কান্ডের ঘটনায় মূল অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে বাংলা বন্ধের ডাক দিল আদিবাসী সিঙ্গেল অভিযান।

1 min read

 

আজকেরবার্তা, বালুরঘাট, ১৪ এপ্রিল: বালুরঘাট শহরের রাস্তায় প্রকাশ্যে আদিবাসী মহিলাদের দণ্ডী কাটানোর ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে বাংলা বন্ধের ডাক দিল আদিবাসী সিঙ্গেল অভিযান।

সাজানো নয়, আসল অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে আগামী ১৭ এপ্রিল সোমবার ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিল আদিবাসী সিঙ্গেল অভিযান।

সম্প্রতি, আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনার প্রতিবাদে বালুরঘাট শহরের রাস্তায় সশস্ত্র মিছিল করে বিক্ষোভ প্রদর্শনী করে আদিবাসী যৌথ মঞ্চ। তারপরেই বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয় দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে। কিন্তু মূল অভিযুক্ত এই গ্রেপ্তার করা হয়নি বলেই অভিযোগ আদিবাসী সিঙ্গেল অভিযানের। আদিবাসী সিঙ্গেল অভিযানের দাবি, আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় মূল অভিযুক্ত তৎকালীন তৃণমূল কংগ্রেস মহিলা জেলা সভানেত্রী প্রদীপ্ত চক্রবর্তী। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সোমবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় আদিবাসী সিঙ্গেল অভিযান।


প্রসঙ্গত, আদিবাসি সম্প্রদায়ের মহিলাদের তৃণমূল কংগ্রেসের তৎকালীন মহিলা সভানেত্রীর উদ্যোগে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটানো হয়। বৃহস্পতিবার তপন ব্লকের গোফানগর এলাকার যে সমস্ত মানুষেরক বিজেপিতে যোগদান করেছিল তাদের মধ্য থেকে তিন জন মহিলাকে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়। ঘটনা কে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে উঠেছে রাজনৈতিক তুফান। প্রতিবাদের ঝড় বইছে জেলা জুড়ে।

দণ্ডী কান্ডের ঘটনার প্রতিবাদে এবং মূল অভিযুক্ত কে গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার ১৭ এপ্রিল ১২ ঘণ্টার বাংলা বনধ এর ডাক দিল আদিবাসী সিঙ্গেল অভিযান।

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের তপনের তিন আদিবাসী মহিলাকে বালুরঘাটে তৃণমূলের যোগদান করানোর সময় দন্ডী কাটানো হয়। দন্ডি কাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুইজনকে গ্রেফতার করে বালুরঘাট আদালতে তোলে। বিচারক তাদের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ তারিখে ফের আদালতে তোলা হবে তাদের।

সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনালের সভাপতি মোহন হাঁসদা জানান , আদিবাসী মহিলাদের দিয়ে যারা দন্ডী কাটিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তুলেছি। শুনলাম এই মামলায় নাকি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু যে নেত্রী এই যোগদান কর্মসূচি নেতৃত্ব দিলেন তাকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা তাকে গ্রেফতারের দাবি জানাই। আদিবাসীদের উপর নির্যাতন, বঞ্চনার বিরুদ্ধেই আমরা আগামী সোমবার ১৭ই এপ্রিল বাংলা বনধ ডেকেছি।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.