Wed. Sep 27th, 2023

করোনা পরিস্থিতি শিথিল হতেই খুলে দেওয়া হলো সাধারণ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক হিলি বর্ডার।

1 min read

আজকেরবার্তা, দক্ষিন দিনাজপুর 14এপ্রিলঃ
বাঙালির বারো মাসে তেরো পার্বণ আরে পার্বণের মূল বাংলা নববর্ষ। তাই পয়লা বৈশাখের শুরুতে খুশির হাওয়া দুই বাংলার মানুষের মধ্যে। করোনা আবহাওয়ার কারণে গত দুই বছর ধরে বন্ধ হয়ে রয়েছে এপার বাংলা ওপার বাংলার যাতায়াত। ভারত বাংলাদেশ সীমান্তে পাসপোর্টের মাধ্যমে যাতায়াত বন্ধ ছিল দীর্ঘদিন ধরে।
তবে এখন আর না, করোনা সতর্কতা বিধি কিছুটা শিথিল হতেই ভারত সরকারের অনুমোদনে বৃহস্পতিবার থেকে আবার খুলে গেলো বাংলাদেশ সীমান্তে পাসপোর্টের মাধ্যমে যাতায়াত। যদিও ভারত বাংলাদেশ সীমান্ত আমদানি রফতানির জন্য বেশ কয়েক মাস আগে খোলা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল ইন্দ-বাংলা চেকপয়েন্ট। যারফলে ওপর বাংলা থেকে ভারতে আসা বহু মানুষকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও বেশ কিছুদিন আগে পশ্চিম বঙ্গের বেনাপোল এবং পেট্রাপোল বন্দর খুলে যায়। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর সাধারণের জন্য পুরো পুরি বন্ধ ছিল। যার ফলে দুই দেশের মানুষ যাতায়াতের সমস্যা তৈরি হয়। তবে করণা আবহাওয়া কিছুটা স্থিতিশীল হতেই পুনরায় জনসাধারণের এপার বাংলা ওপার বাংলা যাতায়াতের সুবিধার্থে খুলে দেওয়া হলো ভারত-বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক হিলি বর্ডার। আজ থেকে আবার যাতায়াত স্বাভাবিক হবার কারণে খুশির হাওয়া বইছে দুই দেশের নাগরিকদের মধ্যে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.