বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বালুরঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠান করল বি ব্লেসড যোগা।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, 14এপ্রিলঃ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বালুরঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠান করল বি ব্লেসড যোগা। বালুরঘাট হাই স্কুল ময়দানে নববর্ষের আগের দিন সন্ধ্যায় নতুন বছরকে বরন করতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিন প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বালুরঘাট পৌরপিতা অশোক মিত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বিমান দাস, তুহিন শুভ্র মন্ডল, কাউন্সিলর বিশিষ্ট মনস্তত্ত্ববিদ জয়ীতা গোস্বামী, বালুরঘাট পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা সহ বি ব্লেসড যোগার কর্ণধার শুভ্রা কুন্ডু ও সদস্যরা।
বাংলা নববর্ষের ঠিক আগের রাতে আগাম নববর্ষকে বরন করে নিতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বি ব্রেস্ট যোগা নামক একটি সংস্থা। বৃহস্পতিবার বালুরঘাট শহরে হাইস্কুল ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বর্ষ বরণ অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠান থেকে সামাজিক কাজের জন্য সম্বর্ধিত করা হয় নারী শক্তি দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন দশোভূজা সংগঠনকে। এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানটি পালন করে বি ব্লেসড যোগার সদস্যরা।