বালুরঘাট শহরের 1928 ক্লাবে উদ্ধবোধন হলো নতুন প্রযুক্তিতে তৈরি টেনিস কোর্ট
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৪ ফেব্রুয়ারি: বালুরঘাট শহরের 1928 ক্লাবে উদ্ধবোধন হলো নতুন প্রযুক্তিতে তৈরি টেনিস কোর্ট। নতুন প্রযুক্তিতে সিনথেটিক টেনিস কোর্টের উদ্বোধন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। এদিন বিকেলে বালুরঘাটের ঐতিহ্যবাহী ১৯২৮ ক্লাবের টেনিস কোর্ট উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট 1928 ক্লাবের সদস্য সহ অন্যান্যরা।
দক্ষিন দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ক্লাব গুলির মধ্যে অনুতম 1928 ক্লাব। বিভিন্ন সমাজসেবামুলক কাজের পাশাপাশি খেলাধুলার নিয়মিত চর্চা হয়ে থাকে এখানে। 1928 ক্লাবের টেনিস কোর্ট থাকলেও তা বেহাল অবস্থায় পরিনিত হয়েছিল । নতুন প্রযুক্তিতে সিনথেটিক টেনিস কোর্টের তৈরীর জন্য 1928 ক্লাবের পক্ষ থেকে আবেদন জানানো হয় জেলা প্রশাসনকে। এরপর জেলা শাসকের উদ্যোগে ক্লাবের নতুন করে উন্নত প্রযুক্তির সিন্থেটিক টেনিস কোর্ট তৈরি হয় 1928 ক্লাব প্রাঙ্গনে। এদিন ওই টেনিস কোর্টের উদ্বোধন করেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার, এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য থেকে শুরু করে জেলার ক্রিড়া প্রেমী মানুষেরা।