সুপ্রভাত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি বালুরঘাট শহরের শ্রেয়া টেক্সটাইলের পক্ষ থেকে এলাকার দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হয় শাড়ি।
1 min readআজকেরবার্তা , তপন, ১৪ ফেব্রুয়ারি: জেলার রক্ত সঙ্কট দূর করতে এবার এগিয়ে এল সুপ্রভাত স্বেচ্চাসেবী সংস্থা। তপন ব্লকের বালাপুরের পুর্ব নিমপুর এলাকায় মঙ্গলবার সুপ্রভাত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি বালুরঘাট শহরের শ্রেয়া টেক্সটাইলের পক্ষ থেকে এলাকার দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হয় শাড়ি।
সামনের আগত খড়াপ্রবন ঋতু। ইতিমধ্যেই জেলার ব্লাড ব্যাঙ্কেগুলিতে দেখা দিতে শুরু করেছে রক্ত সঙ্কট। রক্তের জন্য হয়রানির শিকার হয়ে হয় হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের। এমত অবস্থায় জেলার রক্ত সঙ্কট দূর করতে এগিয়ে এলো তপন ব্লকের সুপ্রভাত স্বেচ্ছাসেবী সংস্থা। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু করে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তার পর থেকে একাধিক সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে এই সংস্থা। প্রতি বছরের মত এবছরও সংস্থার প্রতিষ্ঠাদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ পুরুষ ও মহিলা উভয় এদিন রক্তদান করেন এই শিবিরে। বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ও দক্ষিন দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের কর্মীদের সহযোগিতায় ৫০ ইউনিটের বেশি রক্ত সংগ্রহ হয়।
পাশাপাশি বালুরঘাট শহরের শ্রেয়া টেক্সটাইলের পক্ষ থেকে তপন ব্লকের বালাপুরের পুর্ব নিমপুর এলাকার দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। নিজের কারখানায় মহিলাদের দ্বারা তৈরি করা শাড়ি এদিন শ্রেয়া টেক্সটাইলের পক্ষ থেকে বিতরণ করা হয় এলাকার মহিলাদের মধ্যে। একশতাধিক মহিলাদের মধ্যে এদিন রক্তদান শিবিরের মঞ্চ থেকে বিতরণ করা হয় শাড়ি।
জেলার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রায়সয় দেখা যায় রক্ত সঙ্কট। বেশ কিছুদিন আগে অভিযোগ ওঠে টাকার বিনিময়ে রক্ত বিক্রিরও। এই পরিস্থিতিতে দাড়িয়ে জেলার প্রতন্ত এলাকাগুলিতে অনুষ্ঠিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলি যেমন দূর করছে ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত সঙ্কট তেমনি দূর হচ্ছে রক্ত বিক্রির কুপ্রথা।