রাষ্ট্রপতির বিরুদ্ধে কুরিচিকর মন্তব্যের প্রতিবাদে বালুরঘাটে বিজেপির বিক্ষোভ আন্দোলন।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৩ নভেম্বরঃ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরিচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন বালুরঘাটে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তারই প্রতিবাদে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে প্রতিবাদ মিছিল বের করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন বালুরঘাট শহর মন্ডল বিজেপি এর পক্ষ থেকে বিজেপির দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়। প্রতিবাদ মিছিল বালুরঘাট থানার সামনে এসে বিক্ষোভ এবং অখিল গিরি এর কুশপুতুল দাহ করা হয়।
এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বালুরঘাট শহর মন্ডল বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত, রাজ্য যুব মোর্চা সম্পাদক অভিষেক সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার সামনে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়।
বিজেপির অভিযোগ দেশের রাষ্ট্রপতি হলেন সাংবিধানিক প্রধান। তার বিরুদ্ধে গায়ের রং নিয়ে যে ধরনের মন্তব্য করেছে রাজ্যের মন্ত্রী এটি খুব দুঃখজনক ব্যাপার। অবিলম্বে এই মন্ত্রীকে পদত্যাগ করবার পাশাপাশি গ্রেপ্তার করতে হবে।