Thu. Sep 21st, 2023

বালুরঘাট -হিলি রেলপথ রাস্তব রূপ পেতেই জমি অধিগ্রহন প্রক্রিয়া শুরু হতে চলেছে।

1 min read

আজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, হিলি, ১৩ অক্টোবরঃ হিলি রেল প্রকল্প বাস্তব রূপ পেতে চলেছে। লাল ফিতে কেটেই এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন ধরে রেল পথ তৈরীর কথা হচ্ছিল কিন্তু অবশেষে এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহনের কাজ শুরু করতে চলেছে প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মন্ত্রী ছিলেন তখন উদ্যোগ নেয়। রেলের জন্য জমি চিহ্নিতকরণের কাজ সম্পন্ন হয়। এছাড়াও বেশ কিছু জায়গায় রেলের জন্য ব্রিজের কাজও শুরু হয়ে যায়। তারপরেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেয়। তারপর থেকেই রেলপথ তৈরীর কাজ বন্ধ হয়ে যায়। Upa হোক কিংবা nda উভয় সরকারি এই রেল প্রকল্প তৈরি করবার ক্ষেত্রে গড়িমসি করতে থাকে।

জানা যায় রেল পথ তৈরীর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্যসরকারের কাছে আগস্ট মাসে একটি আবেদন পাঠানো হয়। সেখান থেকে অনুমতিও পাওয়া যায়। তারপর আরোও কিছু সংযোজন করে আবার অনুমতি চেয়ে পাঠালে এই মাসেই অনুমতি আসে। অবশেষে হাইকোর্টের নির্দেশে রেল দপ্তর তৎপর হয় এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে।সেই মতো রেলের অনুরোধে রাজ্য সরকারের পক্ষে জেলা প্রশাসন এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে চলেছে খুব শীঘ্রই। প্রায় 385 একর জমি অধিগ্রহণ করা হবে। এই জমি অধিগ্রহন প্রক্রিয়া শুরু হওয়ায় আশার আলো দেখছেন দক্ষিন দিনাজপুর জেলাবাসী।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.