গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার প্রেমিক-প্রেমিকার, খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ।
1 min readআজকেরবার্তা, মালদা,১৩ অক্টোবরঃ গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার প্রেমিক-প্রেমিকার, খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ।
বৃহস্পতিবার সাতসকালে গাছ থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালতীপুরের ধানগাড়া-বিষণপুর পঞ্চায়েতের রণঘাট এলাকায়। স্থানীয়রা ঝুলন্ত দেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে ঝুলন্ত দুটি দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাইফুদ্দিন(২২)। বাড়ি ধানগাড়া-বিষণপুর পঞ্চায়েতের রণঘাট গ্রামে। অন্যদিকে, মৃত কিশোরীর নাম নায়েমা খাতুন(১৫)। বাড়ি রতুয়ার পাশে ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের পরানপুর গ্রামে। ওই যুগল আত্মহত্যা করেছে নাকি খুন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।