Sun. Oct 1st, 2023

শিশু মৃত্যুর ঘটনায় বালুরঘাট জেলা হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ।

1 min read

আজকের বার্তা, বালুরঘাট, ১৩ অক্টোবর ঃ- শিশু মৃত্যুর ঘটনায় বালুরঘাট জেলা হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে।পরিবারের অভিযোগ হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে আঘাত লেগে মৃত্যু হয় ওই সদ্যোজাত শিশুর। শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে গেলেও, সেখান থেকে ফিরিয়ে আবার হাসপাতালে আনা হয় ময়নাতদন্তের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বালুরঘাট থানায় এফআইআর করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
বছরখানেক আগে বালুরঘাট থানার নুন‌ইল গ্রামের অর্পিতা দাস এর সাথে একই থানার অযোধ্যা গ্রামের কৃষিজীবী সাধন দাস এর বিয়ে হয়। অর্পিতা দেবীর প্রথম সন্তান প্রসবের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার অর্পিতা দেবীর একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পরিবারের লোক জানিয়েছে শিশুটি সুস্থ ছিল কিন্তু এই দিন সকালে জানানো হয় শিশুটি মারা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মায়ের বুকের দুধ খেতে গিয়ে শ্বাস আটকে শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের লোকেরা এরপর শিশুটিকে শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যায়। কিন্তু সেখানে ভালোভাবে দেখার পর পরিবারের লোকেরা দেখতে পায় শিশুর শরীরের এবং মুখের একদিকে থেঁতলানো চিহ্ন স্পষ্ট। রক্ত জমাট বেঁধে রয়েছে। ঠোঁটের কোণে রক্ত‌ও দেখা যায়।পরিবারের লোকেরা বুঝতে পারে বুকের দুধ খেতে গিয়ে মৃত্যু হলে এই চিহ্নগুলো থাকতো না। এরপরই পরিবারের লোকেরা শিশুটিকে পুনরায় হাসপাতালে নিয়ে যায় এবং ময়না তদন্তের দাবি জানায়। পরিবারের লোকেরা হাসপাতালে যাওয়ার আগেই হাসপাতলে প্রচুর পুলিশ যাওয়ায় তাদের সন্দেহ আরও দ্রুত হয় বলে জানিয়েছেন তারা। এরপর বালুরঘাট জেলা হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত হয়। এ বিষয়ে পরিবারের লোকেরা বালুরঘাট থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেছে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.