পঞ্চায়েত নির্বাচনের আগে ফাটল তৃণমূল পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান সক্রিয় তৃণমূল কর্মীদে।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট ১৩ জুন: পঞ্চায়েত ভোটের আগে বড়সড়ো ভাঙ্গন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল সমর্থকদের। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এখনো পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়নি তৃণমূল কংগ্রেস কিন্তু তার আগেই এই ভাঙ্গন দেখা দিল সবুজ শিবিরে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগদানদক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২০ জন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। শাসক দলের কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপিতে যোগদান করে এই কুড়িজন।
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে এসে ভাটপাড়া অঞ্চলের এই কুড়িজন তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এছাড়াও এ দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির অন্যান্য কর্মী সমর্থকেরা।
হাতে আর মাত্র কয়েকদিন বাকি তার পরই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই বড়সড় ভাঙ্গন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে। বিগত দিনের তৃণমূল কংগ্রেস পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছে বিজেপিতে যোগদানকারীরা।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী কারিরা জানান, ভাটপাড়া অঞ্চলে তৃণমূল নেতৃত্বরা বাকি সদস্যদের সাথে কোন আলোচনা না করে তারা নিজেদের মন মত স্বেচ্চাচারিতা করে যাচ্ছে। তাই এবার পঞ্চায়েত ভোটে ভাটপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসে কে হটিয়ে বিজেপিকে প্রতিষ্ঠিত করতে এদিন তারা বিজেপি কার্যালয়ে এসে বিজেপি তে যোগদান করেন।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তৃণমূল কংগ্রেস পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপিতে যোগদান করে ২০ জন। এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাটপাড়া পঞ্চায়েতের জয়ের বিষয়ে আশাবাদী ছিল বিজেপি। এবারে নিশ্চিতভাবে ওই পঞ্চায়েতে জয় আসবে।
অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এই যোগদান কে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান তরজা। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই ফাটল ধরল তৃণমূল কংগ্রেস পাড়া গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের সক্রিয় কর্মীরা যোগদান করল বিজেপিতে। এমত অবস্থায় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল নিয়ে জেলা রাজনৈতিক মহলে উঠছে একাধিক বিতর্ক।