জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো পুলিশ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৩ জুন: জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো পুলিশ। বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক খোয়া যাওয়া মোবাইল মোবাইলের প্রকৃতি মালিকের হাতে তুলে দিলো বালুরঘাট থানার পুলিশ।
মোট ৪০ টি মোবাইল উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট থানা চত্বর থেকে মোবাইল ফোন গুলি তুলে দেওয়া হয় তাদের প্রকৃতি মালিকের হাতে।
বুধবার দুই দফায় অনুষ্ঠান করে মোবাইল ফোন গুলি ফেরত দেওয়া হয়। সকালে ডিএসপির হাত দিয়ে বেশ কিছু মোবাইল ফোনের মালিকের হাতে ফোন তুলে দেওয়া হয় বালুরঘাট থানা থেকে।
অপর দিকে এদিন সন্ধ্যায় দক্ষিন দিনাজপুর জেলা আরক্ষাধীক্ষকের হাত দিয়ে আনুষ্ঠানিক ভাবে ১৫ জন উপভোক্তাকে তাদের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। বালুরঘাট থানার পুলিশ এই মোবাইল ফোন গুলি উদ্ধার করে ফেরত করে।
পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো ফেরত পেতে একটি পৃথক শাখার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের তরফে। যেখানে একটি অনলাইন ওয়েবসাইট ও মেসেজ এর মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফোনগুলির লোকেশন ট্র্যাকি করে পুলিশের সংশ্লিষ্ট দফতরের কর্মীরা। এই ট্রেকিংএর মাধ্যমে মোবাইল ফোনের জায়গা জানতে পারে পুলিশ। এরপর তদন্তের মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন।
এমনই বেশ কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোনের তথ্য সংগ্রহ করে তা উদ্ধার করে পুলিশ। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মোবাইল ফোনের প্রকৃত মালিকদের হাতে সেই ফোনগুলি তুলে দেওয়া হয়।
মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি বাসিন্দারা। বালুরঘাট থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল প্রাপকরা।