বিয়ের পরে অবৈধ সম্পর্ক। প্রেমীকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১২ ডিসেম্বরঃ বিয়ের পরে অবৈধ সম্পর্ক। প্রেমীকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মাঝিগ্রাম এলাকার ঘটনা। তবে সিঁদুর পড়িয়ে নয়, গ্রামে সালিশি সভা ডেকে লিখিত ভাবে নিজের স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়েছেন স্বামী। গ্রাম ভর্তি মানুষের মাঝে এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
জানাগেছে, বালুরঘাটের চকদুর্গার বাসিন্দা শ্রীমন্ত বর্মনের স্ত্রী ববিতা বর্মন। বিয়ের পর তার স্ত্রী অবৈধ সম্পর্ক গড়ে ওঠে মাঝিগ্রামের বাসিন্দা পরীক্ষিত দেবনাথের সঙ্গে। স্ত্রীর সঙ্গে নানান কথাবার্তায় অসঙ্গতি এবং মাঝেমধ্যেই অশান্তি থেকেই ঘটনার আঁচ করেছিলেন শ্রীমন্ত। সম্প্রতি পরীক্ষিতের সঙ্গে মাঝিগ্রামে পালিয়ে আসে ববিতা। এদিন গ্রামে সালিশি সভা ডেকে পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে লিখিত ভাবে নিজের স্ত্রীর বিয়ে দিয়েছেন শ্রীমন্ত বর্মন।
স্থানীয় পঞ্চায়েত প্রধান নতুন বর্মন জানান, মহিলা প্রেমিকের সঙ্গে ঘর করতে চাইছেন। প্রেমিকও রাজি। আবার স্বামী ওই মহিলার সঙ্গে ঘর করবেন না বলে আমাদের জানিয়েছে। সতারাং প্রেমিক যুগলের বিয়ের কোনো সমস্যা নেই। তবে সরকারিভাবে এখনি ডিভোর্স দিতে চাইছেন না মহিলা। আমরা সামাজিকভাবেই বিয়েই দিচ্ছি।