দক্ষিন দিনাজপুরের প্রতিটি ব্লকে ৩০ টিরও বেশি পথ নাটিকার মাধ্যমে হেপাটাইটিস সম্বন্ধে মানুষকে সচেতন করতে একটি কর্মসূচী গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য দফতর
1 min readআজকের বার্তা, বালুরঘাট, ১২ অক্টোবরঃ সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিন দিনাজপুরের জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দক্ষিন দিনাজপুরের জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হবে টানা ৬ দিন ধরে। বিভিন্ন ব্লকে ব্লকে সাধারন মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যদপ্তর। আর এই উদ্যোগকে সফল করতে এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে একটি পথ নাটিকার আয়োজন করা হয়। হেপাটাইটিস রোগ কী এবং কিভাবে এই রোগ ছড়িয়ে পড়ে , প্রতিরোধ কিভাবে করা যাবে এই সমন্ধে সচেতন করতেই এই পথ নাটিকার আয়োজন করছে স্বাস্থ্য দপ্তর। এই ৬ দিনে দক্ষিন দিনাজপুরের প্রতিটি ব্লকে ৩০ টিরও বেশি পথ নাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করতে এই কর্মসূচী গ্রহণ করেছে।
এবিষয়ে কিংশুক বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিন দিনাজপুরের বিভিন্ন ব্লকে ব্লকে ৬ দিন ধরে ভাইরাল হেপাটাইটিস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রচার চালোনো হবে থিয়েটারের মাধ্যমে জনসাধারনকে সচেতন করতে। হেপাটাইটিসের ৫ টি ভাগের সচেতনও করা হয়। প্রত্যেক জনগনকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।