আজ থেকে পাঁচ দিনের জন্য ইটভাটা ধর্মঘট দক্ষিণ দিনাজপুরে
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১২ সেপ্টেম্বরঃ আজ থেকে পাঁচ দিনের জন্য ইটভাটা ধর্মঘট দক্ষিণ দিনাজপুরে। জি এস টি বৃদ্ধির প্রতিবাদে, সুসংগত ভাবে কয়লা সরবরাহ সহ বিভিন্ন দাবিতে আজ থেকে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার ইটভাটা মালিকেরা তাদের ইটভাটা বন্ধ রাখলেন।
ইটভাটা মালিকদের দাবি, তাদের বিভিন্ন সমস্যার কথা বারবার তারা সরকারের কাছে পৌঁছে দেওয়ার পরেও সরকার তাদের সমস্যার সমাধান করেনি। প্রথমত কয়লার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, উপরন্তু জিএসটি বাড়ানো কারণে চরম সমস্যায় পড়েছেন ইটভাটা মালিকেরা। উপায়ন্ত না দেখে তাদের ইটভাটা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তাদের বিভিন্ন দাবি না মানা হলে তারা আগামী দিনে বিভদ্র আন্দোলনের পথে হাঁটবেন বলে এই ইটভাটা মালিকেরা জানিয়েছেন।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলার ব্রিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পবন গোয়েনকা জানান, প্রয়োজনীয় কয়লা সরবরাহ নেই, পাশাপাশি কয়লার মূল্য বৃদ্ধি হয়েছে। অন্যদিকে সরকার ইটের ওপর জিএসটি এমনকি শ্রমিকদের মজুরির উপরেও জিএসটি লাগু করেছে। হলে ইটভাটা মালিকদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এ কারণেই তারা পাঁচ দিনের ইটভাটা ধর্মঘটের ডাক দেন। পাশাপাশি, আগামীতে প্রতিটি জেলার জেলা শাসক কে এই বিষয়ে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান।