দক্ষিন দিনাজপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের ফলাফল নিয়ে সাংবাদিক বৈঠক করলো তৃণমূল নেতৃত্ব।।
1 min readআজকেরবার্তা বালুরঘাট, ১২ জুলাই : ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর বুধবার বিকেলে বালুরঘাটের সুবর্ণতট সভাগৃহে একটি সাংবাদিক বৈঠক করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সবুজ আবিরে রেঙ্গে গেছে দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত বলে জানায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর জয়ের আবহে কর্মীদের ধন্যবাদ জানায় তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলে জানায় দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব।
দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের ২১ টি আসনের মধ্যে ২১ টি আসনেই জয়ী হয়েছে তৃনমূল। দক্ষিণ দিনাজপুর জেলার ৮ টি পঞ্চায়েত সমিতি ১৮৯ টি আসনের মধ্যে ১৬৪ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজয় আসনে সংখ্যাগরিষ্ঠতায় জেলার ৮ টি পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল কংগ্রেস। জেলার ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের ১৩০৮ আসনের মধ্যে ৮৭১ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসে। দক্ষিন দিনাজপুর জেলার ৬৪টি গ্ৰাম পঞ্চায়েত মধ্যে ৫৪ টি গ্রাম পঞ্চায়েতে তৃনমূল কংগ্রেসের জয়ী হয়েছে কিন্তু ৬ টি গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু ফলাফল থাকায় এখনো কিছু নির্ধারিত হয়নি।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে এবার পদ্ম ফটাতে পারল না গেরুয়া শিবির বলে কটাক্ষ তৃণমূলের। সর্বত্রই রয়েছে ঘাসফুলের জয়জয়কার বলে জানায় তৃণমূল। তৃণমূল কংগ্রেসের দাবি তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে মাথায় রেখে মানুষ কংগ্রেসকে ভোট দান করেছে। রাজ্যের মানুষ চায় তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের মানুষ একাধিক সুবিধা পেয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার থেকে তাই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে স্বাগত জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনে বলে জানান অর্পিতা ঘোষ।
দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার জানান, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে। মুখোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মুল্ক প্রকল্পগুলি কে সামনে রেখে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছে। দক্ষিণ দিনাজপুর জেলার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে তৃণমূল কংগ্রেসের ফল অভাবনীয়। দক্ষিণ দিনাজপুর জেলার আকাশে সবুজ আমি ছড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
তবে আড়ম্বর করে বিজয় মিছিল নয়,কর্মীদের নিজেদের মধ্যে আনন্দ করে জয় লাভের খুশি পালন করতে জানান মৃণাল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল যায় সেই বার তাকে মাথায় রেখেই এই নির্দেশ দেন তৃণমূল জেলা সভাপতি। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর আগামী দিনের তৃণমূল কংগ্রেস বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে নোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের ২১ টি আসনেই তৃণমূল কংগ্রেস জয় লাভ করেছে। বিরোধী শূন্য দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে আগামীদিনে আনন্দের সাথে বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস বলে জানান মৃণাল সরকার।