পঞ্চায়েত নির্বাচনে স্টেট স্পনর্শড সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির।৷
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১২ জুলাই: পঞ্চায়েত নির্বাচনে স্টেট স্পনর্শড সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ জানালেন বিজেপি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার সুকান্ত মজুমদার নিজস্ব বাসভবনে একটি সাংবাদিক বৈঠকের ডাক দেন। রাজ্য সরকারের পাশাপাশি ভোটে কারচুপির জন্য জেলা প্রশাসনে বিরুদ্ধে অভিযোগ জানাম তিনি। এ বিষয়ে তিনি আরো বলেন সারা রাজ্যে ভোটে যেমন শাসক দল সন্ত্রাস চালিয়েছে তেমনি কারচুপি করেছে। দক্ষিন দিনাজপুর জেলাও তার থেকে বাদ যায়নি।
বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের কারচুপি ও সন্ত্রাসের প্রকৃষ্ট উদাহরন। আমাদের জয়ী প্রার্থীদের হাতে জয়ের শংসাপত্র থাকা সত্বেও বালুরঘাটের বিডিও তৃণমুলকে গ্রাম পঞ্চায়েত পাইয়ে দিতে চাইছে বলে অভিযোগ বিজেপির। তিনি বলেন বিজেপি ও দেখছে শাসক দলের দলদাস বালুরঘাট বিডিও কি করে। নির্বাচন প্রক্রিয়া শেষের পর আদালতের দ্বারস্থ হবে বলে দাবি করেন সুকান্ত মজুমদার।
দক্ষিন দিনাজপুর জেলায় ভোট কেন্দ্রীক সন্ত্রাস নিয়ে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, এই জেলায় দুই মহুকুমায় দুই ভাবে সন্ত্রাস চালিয়েছে শাসক দল। বালুরঘাটে নরমে আবার গঙ্গারামপুরে গরমে সন্ত্রাস চালিয়েছে শাসক দল বলে অভিযোগ করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি আরো বলেন, আমরা জানতাম শাসকদল গঙ্গারামপুরে সন্ত্রাস চালাবে তাই বালুরঘাট এলাকায় সেরকম ভাবে নজর দেওয়া হয় নি। বিশেষ নজর দেওয়া হয়েছিল গঙ্গারামপুরের দিকে।
তাই এবারের নির্বাচনে হাতে হাতে তার ফলও পেয়ে ফিয়েছে বিজেপি। কেননা এবার হরিরামপুর থেকে ভাল ফল হয়েছে বিজেপির পক্ষে। বিগত দিনের থেকে এবার আমাদের দিকে ফলাফল ভালো এসেছে। বালুরঘাটের লোকসান আমরা সেখান থেকে উঠিয়ে নিতে পেরেছি বলে জানান সুকান্ত মজুমদার।
দেশের প্রধান বিরোধীদল গুলির নেতৃত্বরা কর্নাটকে লোকসভা জোট নিয়ে সোনীয়া গান্ধির ডাকা বৈঠকে বসতে যাওয়া নিয়ে সুকান্ত মজুমদার জানান , বিরোধীরা দেশের প্রধানমন্ত্রীর চেয়ারটাকে নিয়ে মিউজিক্যাল চেয়ার বানাতে চাইছে। কে কবে কত মাস ওই চেয়ারে বসবেন সে নিয়েই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। কিন্তু ভারতবর্ষের মানুষ কেন্দ্রে একক ভাবে শক্তিশালি দলকেই চায়। সেক্ষেত্রে দেশের মানুষের একমাত্র ভরসা নরেন্দ্র মোদী। তাই মোদীর কোন বিকল্প নেই বলে তিনি দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার।