ঝড়ে গাছ পড়ে বন্ধ রাস্তা যুদ্ধকালীন তৎপরতার সাথে রাস্তার গাছ পরিস্কার করতে উদ্যোগী হয়ে বালুরঘাট পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১২ মে: হঠাৎ কালবৈশাখীর দাপটে উত্তাল বালুরঘাট শহর। বিভিন্ন এলাকায় ঝড়ের দাপটে উপরে ছিয়েছে একাধিক গাছ। বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বালুরঘাট শহরের কোর্ট মোড় এলাকা। ঝড়ে গাছ পড়ে বন্ধ হয়ে যায় রাস্তা। ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় পুরবাসীদের অসুবিধার কথা মাথায় রেখে রাস্তার গাছ পরিস্কার করতে উদ্যোগী হয়ে বালুরঘাট পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।
বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক মিত্র সহ এমসিআইসি বর্গ বালুরঘাট পৌরসভার কর্মীদের সাথে বৃহস্পতিবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকার রাস্তায় ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটে রাস্তা পরিস্কারের কাজে জুটে।
লাগাতর ঝড়ে পড়ে যাওয়া গাছ রাস্তা থেকে সরানোর কাজ করে চলেছে বালুরঘাট পৌরসভার কর্মীরা। বালুরঘাট শহরের কোর্ট মোর সংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিসহ ট্রান্সফরমার উপরে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বিরত হয়ে পড়ে বৈদ্যুতিক ব্যবস্থার। এমত অবস্থায় অতি সত্তর গাছ কেটে রাস্তা পরিস্কার করে এলাকায় বৈদ্যুতিক সংযোগ ফেরাতেও উদ্যোগী হয় বালুরঘাট পৌরসভা কতৃপক্ষ ও বিদ্যুৎ দফতর।
বৃহস্পতিবার সারারাত ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি শুক্রবার সকাল থেকেই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ঝড়ে পড়ে যাওয়া গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। এলাকাবাসীর সমস্যা সমাধানে বালুরঘাট পৌরসভার দ্রুত পদক্ষেপ কে ধন্যবাদ জানিয়েছে বালুরঘাট শহরবাসী ।