গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ ডেপুটেশন বিজেপির।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১২ মে: গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ ডেপুটেশন বিজেপির। শুক্রবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ প্রদর্শন এবং পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। বিক্ষোভ প্রদর্শনী ও ডেপুটেশন কর্মসূচিতে কোনরুপ অপ্রিতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে।
বিজেপির অভিযোগ, তৃনমূল পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নেই পানীয় জলের ব্যবস্থা। যে সমস্ত গ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ গিয়েছে সেখানে ট্যাব থাকলেও জল পড়ে না। বিসুদ্ধ পানিয় জলের কষ্টে ধুকছে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার রাস্তার বেহাল অবস্থা। গ্রাম পঞ্চায়েত দ্বারা তৈরী আবাস যোজনায় তালিকায় দুর্নীতি, এমনকি শৌচালয়ের কাজেও দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি।
বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চা সভাপতি শুভ চক্রবর্তী জানান, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার দাবিতে এদিন গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়।।
ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল মুর্মু জানান, বেশ কিছু কাজ হয়েছে, তবে বিভিন্ন প্রকল্পে কেন্দ্র সরকার টাকা না দেওয়ায় সমস্ত কাজ করা যাচ্ছে না।