Wed. Sep 27th, 2023

বালুরঘাট শহরে নরনারায়ণ সেবার আয়োজন করে আমারা ক’ জন নমক একটি সংস্থা।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১২জানুয়ারিঃ আজ বিশ্ব যুব দিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাই বিবেকের কথা কে গুরুত্ব দিয়ে এবার বালুরঘাট শহরে নরনারায়ণ সেবার আয়োজন করে আমারা ক’ জন নমক একটি সংস্থা। বালুরঘাট শহরের সাহেবকাছারী আমরা ক’ জনের উদ্যোগে ১২ই জানুয়ারি মধ্যাহ্নে মনোনয়ন সেবার আয়োজন করা হয়।

বালুরঘাট শহর এবং শহর সংলগ্ন এলাকার বেশ কিছু হতদরিদ্র মানুষদের আমন্ত্রণ জানানো হয় এদিন এই সংস্থার পক্ষ থেকে। বিবেক চেতনার অঙ্গ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করে আমরা ক’ জন সংস্থা। সারা বছরই কোনো না কোনো সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সংস্থা। রক্তদান থেকে গরীব মানুষদের বস্ত্র দান সবই হয়ে আসছে সংস্থার হাত ধরে। বালুরঘাট শহরের স্বেচ্ছাসেবী সংগঠন গুলির মধ্যে অন্যতম আমরা ক’ জন। বালুরঘাটি সাহেবকাছারী হাট খোলা এলাকায় হরিনাম কীর্তন এবং নরনারায়ন সেবার ব্যবস্থা করে আমরা ক’জন।
বৃহস্পতিবার মধ্যাহ্ন থেকে শুরু হয় এই ভোজনের ব্যবস্থা। প্রায় ৫ হাজার লোকের সমগম হতে চলেছে এই নরনারায়ণ সেবায় বলে সংস্থা পক্ষ থেকে জানানো হয়। নরনারায়ণ সেবার পাশাপাশি হরিনাম কীর্তন এর ব্যবস্থা করা হয়। স্বামী বিবেকানন্দর জন্মদিন কে সামনে রেখে, নিজেদের বিবেকের চেতনার কথাকে গুরুত্ব দিয়ে সমাজের সমস্ত মানুষ পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে আমরা ক’জন। আমরা ক’ জনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.