বোল্লা রক্ষা কালি মাতার পুজায় বারছে চুড়ি ছিন্তাই। পুলিশি সতর্কতা জারি
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১১ নভেম্বরঃ করোনা কালের বিনাশ হতেই শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষা কালি মাতার পুজায় মাতল দক্ষিণ দিনাজপুর জেলাবাসি। শুধু মাত্র জেলা বা রাজ্য নয় মা বোল্লা কালির মহিমা পারি দিয়েছে সিমান্ত পার করে। শুধু মাত্র ভারত বর্ষ নয় সুদুর বাংলা দেশ থেকে ভক্তদের সমগম হয়েছে দক্ষিন দিনাজপুর জেলার বোল্লা কালির পূজাকে কেন্দ্র করে। পুজা দিতে এসে ছিনতাই হচ্ছে ও সাথে হচ্ছে পকেট মার বলে অভিযোগ নানান ভক্তদের।
প্রতিবছরের মতো এ বছরও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের শতাব্দী প্রাচীন বোল্লা কালীপুজো ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই বোল্লা কালীর মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। গোটা রাজ্য থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এই মেলা উপলক্ষে। এমন কি সুদূর বাংলাদেশ থেকেও এই মাকে পুজো দিতে আসে ভক্তরা। এই পুজো উপলক্ষে প্রচুর ভক্ত কালি মানস করেন। প্রতিবছর ৫-৬ হাজার মানস কালী ভক্তরা মায়ের উদ্দেশ্যে সমর্পণ করেন। পাশাপাশি প্রতিবছর ৫-৬ হাজার পাঠা বলি হয় এই মায়ের পুজো উপলক্ষে। বিগত দুই বছর করোনা সংকটের কারণে সেভাবে এই পুজো উপলক্ষে ভক্তদের সমাগম না হলেও করোনা সংকট কেটে যেতে এ বছর প্রচুর পরিমাণ ভক্ত সকাল থেকেই ভিড় জমিয়েছে মন্দির চত্বরে। এই পুজো উপলক্ষে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদিও সকাল থেকেই প্রচুর ভক্ত এই মেলায় এসে ছিনতাই বাজদের কবলে পড়ছে।
সুদুর বাংলাদেশ থেকে মানস পূরণের উদ্দেশ্যে তার স্ত্রীকে নিয়ে পুজো দিতে এসে এক ভক্ত ছিনতাই বাজদের কবলে পড়ে। তার স্ত্রীর বারো আনা ওজনের একটি সোনারচেন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই বাজরা। এই ঘটনায় তিনি বোল্লা কালীপুজো উপলক্ষে পুলিশের তৈরি করা অস্থায়ী ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।