Thu. Sep 21st, 2023

দক্ষিন দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম বোল্লা মেলা শুক্রবার থেকে শুরু হল

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১১ নভেম্বরঃ দক্ষিন দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম বোল্লা মেলা শুক্রবার থেকে শুরু হল। বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজো রাস পূর্ণিমার পরের শুক্রবার অনুষ্ঠিত হয়। গ্রামের নাম অনুসারে এই পুজো বোল্লা কালী পুজো এবং মেলা টি বোল্লা মেলা নামে পরিচিত। এই পুজোকে ঘিরে তিনদিন ধরে বোল্লা কালী মন্দির এলাকায় বিরাট মেলা বসে, যা উত্তরবঙ্গের কোচবিহারের রাস মেলার পর, দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে বিবেচিত। পুজোর দিন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মেলার তিনদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয়। বিগত দুই বছর করোনা অতিমারির কারণে পুজো হলেও, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় মেলা বসেনি। ফলে এবছর অতিরিক্ত লোক সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গণে। স্বাভাবিক ভাবেই, মন্দির কমিটির যেমন পুজোর প্রস্তুতি তুঙ্গে, তেমনি, জেলা প্রশাসন ও পুলিশ মেলার নিরাপত্তা সহ আগত ভক্তদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। মেলা প্রাঙ্গণে প্রায় চল্লিশটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ভক্তদের পুজো দিতে লোহার ব্যারিকেড লাগানো হয়েছে। মেলা উপলক্ষে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, সাদা পোশাকের পুলিশ, পুলিশ আধিকারিক সহ প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে। পাশাপাশি, মেডিকেল টিম, ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স সহ বহু সেচ্ছাসেবক মোতায়েন থাকবে তিনদিনের এই মেলা উপলক্ষে। পুজোর দিন সারা রাত সহ তিন দিন বালুরঘাট সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিবহন ব্যবস্থা সচল থাকবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অনান্য বছরের মতো এবারও মেলার তিনদিন বালুরঘাট লাইনের সমস্ত ট্রেনের বোল্লা হল্ট এ স্টপেজ দেবে বলে জানা গিয়েছে।

এক কথায় শুক্রবার বোল্লা পুজো এবং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিনদিনের মেলার চুরান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে মেলা কমিটি, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.