দুই শতাধিক বছরের প্রাচীন হিলির ভৈরবী কালি
1 min readআজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, হিলি, ১১অক্টোবরঃ দুই শতাধিক বছরের প্রাচীন হিলির ভৈরবী কালি। সম্পুর্ণ তান্ত্রিক মতে এই কালি পূজোকে ঘিরে উদ্দীপনা দক্ষিন দিনাজপুর জেলার সীমান্তবর্তী হিলির ভৈরব তলায়।
সঠিক সময় বলা না গেলেও প্রায় দুই শতাধিক বছর পুরোনো হিলির এই কালি পূজো। এখানে বলির প্রচলন আছে আজও। বলির মাংস দিয়েই মাকে নিবেদন করা হয়। শিবের ভৈরব নামানুসারেই স্থানটির নাম ভৈরব তলা। পূজোর পরদিন সকালে এখানে শিবের উপাসনা করা হয়। অতীতে হিন্দু মুসলমান মিলে এই পূজো করা হত যুমুনা নদীর পাড়ে। কিন্তু দেশ ভাগের পরে মন্দিরটি ভারত এর মধ্য পরেছে। সীমান্ত ঘেষা এই পুজো এপারের মানুষজনরাই করে আসছেন। এক সময় এই পুজো করতেন এলাকার এক বিশিষ্ট তান্ত্রিক দূর্গা চট্টোপাধ্যায় । পরবর্তীতে তার ছেলে দুলু চট্টোপাধ্যায় দীর্ঘবছর পুজো করে আসছিলেন। দুলু বাবুর মৃত্যুর পর তার শিষ্যরা পুজো করেন বর্তমানে। এলাকার মানুষের বিশ্বাস, বহু অলৌকিক মাহাত্য রয়েছে এই ভৈরবী কালির।
এই পুজোর রীতিনীতি পরিবর্তীত হয়নি সেকারনেই। এখনও একই নিষ্ঠার সঙ্গে পুজো করে আসছেন এলাকার মানুষেরা। পুজো উপলক্ষ্যে মেলবন্ধন ঘটে মানুষের।