মোবাইল চুরি করে ধরা পড়া বুনিয়াদপুরে গণপ্রাহারের শিকার অভিযুক্ত যুবক
1 min readআজকেরবার্তা, বংশিহারী, ১১ সেপ্টেম্বরঃ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক মোবাইল চোর কে মারধরের ঘটনাই চাঞ্চল্য এলাকায়। মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ায় উত্তেজিত জনতার গণপ্রহারের শিকার হয় মোবাইল চোর।
বাজারে মোবাইল চুরির ঘটনায় উত্তেজনা ছাড়াই এলাকায়। মোবাইল চোর কে হাতেনাতে ধরতে পারায় উত্তেজিত জনতার আক্রোশ ফেটে পড়ে মোবাইল চোরের উপর। স্থানীয় বাসিন্দারা চোরকে গণপ্রহার দেওয়ার পর পুলিশকে খবর দেয়। বংশীহারী থানার পুলিশ গিয়ে মোবাইল চোর যুবক কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুনিয়াদপুর ফুটবল মাঠে রবিবার সকালে প্রতিদিনের মতো বাজার বসে। এই বাজারে বাজার করতে আসা এক লোকের কাছ থেকে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে অভিযুক্ত যুবক । বাজারে থাকা লোকজন ওই যুবক কে বেধড়ক মারধর করে।
বুনিয়াদপুর, বংশীহারী সহ সারা দক্ষিণ দিনাজপুর জেলায় প্রতিনিয়ত বাড়ছে মোবাইল চুরির ঘটনা। এমত অবস্থায় মোবাইল চোরকে হাতেনাতে ধরতে পারায় বাজারের উত্তেজিত জনতা কবে ফেটে পড়ে ক্রোধে। জনতার আক্রোশ গণপ্রহারে পরিণত হয়। ঘটনায় মোবাইল চোর যুবককে মারধর করে উত্তেজিত জনতা। এরপর খবর দেওয়া হয় বংশীহারী থানার পুলিশকে। বংশিহারী থানার পুলিশ এসে যুবকটিকে আটক করে নিয়ে যায় থানায়।
জানা গেছে ধৃত যুবকের বাড়ি মালদা জেলার সামসি এলাকায়। তবে বংশীহারী থানার পুলিশ সদর বাজারে ফুটবল মাঠে গিয়ে যুবককে সাধারণ মানুষের কাছ থেকে উদ্ধার করে বংশীহারী থানায় নিয়ে যায়।