বিজেপি প্রার্থীর জয়ীর সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১১ জুলাই: বিজেপি প্রার্থীর জয়ীর সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি। বিজেপির জয়ী প্রার্থী কে সার্টিফিকেট দেওয়ার পর পরাজয়ী ঘোষণা করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। ঘটনার প্রতিবাদে বালুরঘাট বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি।
নির্বাচনের ফলাফল ঘোষণা কে কেন্দ্র করে উত্তপ্ত বিজেপি। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া অঞ্চলে বিজেপি ১১ ও তৃণমূল ১১ টি পদে জয়ী হওয়ার ঘোষণা করে ডিসিআরসি বলে জানায় বিজেপি। কিন্তু কিছুক্ষণ পর আবার ১২ টি পদে তৃণমূল ও ১০ টি পদে বিজেপি জয়ী হওয়ায় ঘটনা সরকারি ওয়েবসাইটে নথিভুক্ত করে সরকার বলে দাবি বিজেপির। এই ঘটনার কে কেন্দ্র করে উত্তপ্ত বিজেপি। ঘটনায় তৃণমূল কংগ্রেস ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মঙ্গলবার রাতে একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানান বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ১১ টি আসনের তৃণমূল কংগ্রেস জয় লাভ করে ও ১১ টি আসনে বিজেপি জয়লাভ করে বলে ঘোষণা করা হয় বলে তিনি জানেন। জয়ী প্রার্থীদের ডিসিআরসি তরফে সার্টিফিকেট প্রদান করা হয় বলে দাবি করেন সুকান্ত মজুমদার। বিজেপির যে সমস্ত প্রার্থীদের জয়ী হবার পর আবার পরাজয়ী করা হয়েছে তাদের সকলের জয়ীর সার্টিফিকেট রয়েছে বিজেপির কাছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার।
এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, রাজ্যে ভোট করার কোন দরকার নেই। তৃণমূল কংগ্রেস নিজেদের শাসন চালিয়ে আসছে। জয়ী প্রার্থীদের পরাজয়ী প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন তিনি।
বিজেপি এই ঘটনা তীব্র প্রতিবাদ জানায় বলে জানান সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের অরাজনৈতিক আচারণের তীব্র প্রতিবাদ জানাই বিজেপি বলে দাবি করেন সুকান্ত মজুমদার। এ রাজ্যে নির্বাচনের নামে প্রহশন হচ্ছে দাবী করেন তিনি।